X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘মিয়ানমারে মানবতাবিরোধী অপরাধের প্রমাণ মিলেছে’

বিদেশ ডেস্ক
০৬ নভেম্বর ২০২১, ২১:৫০আপডেট : ০৬ নভেম্বর ২০২১, ২১:৫২

মিয়ানমারে জান্তা সরকার ক্ষমতা দখলের পর দেশটিতে মানবতাবিরোধী অপরাধের প্রমাণ মিলেছে। শুক্রবার এমন মন্তব্য করেছেন দেশটিতে গুরুতর অপরাধ তদন্তের দায়িত্বে থাকা জাতিসংঘ সংস্থার প্রধান নিকোলাস কৌমজিয়ান। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এপি।

নিকোলাস কৌমজিয়ান জানান, ২০২১ সালের ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর হামলা ও নিপীড়নের শিকার হয়েছে বেসামরিক নাগরিকরা। এমন বহু ঘটনা ঘটেছে। প্রাথমিক তথ্য উপাত্তে মানবতাবিরোধী অপরাধের বিষয়টি উঠে এসেছে।

তিনি বলেন, বিক্ষোভ দমনের জন্য নানা ধরনের অপকৌশলের আশ্রয় নিয়েছে সেনাবাহিনী। দৃশ্যত কেন্দ্রীয় নীতির অংশ হিসেবে এসব নিপীড়ন চালানো হয়েছে।

জাতিসংঘের এই তদন্তকারী বলেন, সামরিক অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত দুই লাখেরও বেশি অভিযোগ পেয়েছেন তারা। সংগ্রহ করেছেন ১৫ লাখেরও বেশি তথ্য উপাত্ত। এখন এগুলো বিশ্লেষণের পালা।

নিকোলাস কৌমজিয়ান বলেন, যে ভয়াবহ আন্তর্জাতিক অপরাধ মিয়ানমারে সংঘটিত হয়েছে সেটিকে একদিন বিচারের আওতায় আনতেই এই তদন্তের উদ্যোগ।

তিনি বলেন, কোনও আইনি প্রক্রিয়া অনুসরণ ছাড়াই সাংবাদিক, চিকিৎসাকর্মী এবং রাজনৈতিকভাবে ভিন্ন মতাবলম্বীদের ধরপাকড়ের লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে।

এদিকে মিয়ানমারে চিন রাজ্যে দেশটির সেনাবাহিনীর ক্রমবর্ধমান সহিংসতা বন্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক দাবি করেছে পাঁচ শতাধিক নাগরিক অধিকার সংগঠন। দীর্ঘদিন ধরেই এই রাজ্যের বেসামরিক মানুষের ওপর দমন-পীড়ন চালাচ্ছে জান্তা সরকার।

হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) সহ ৫২১টি আন্তর্জাতিক এবং দেশীয় সংস্থার পক্ষ থেকে এ ব্যাপারে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, ভারতীয় সীমান্তবর্তী চিন রাজ্যে সামরিক বাহিনীর আগ্রাসন ছড়িয়ে পড়ার আগে জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। নিরাপত্তা পরিষদ যেন এ ব্যাপারে উদ্যোগী হয়।

/এমপি/
সম্পর্কিত
সমলিঙ্গের বিয়ে অনুমোদনের পথে থাইল্যান্ড
মিয়ানমার সীমান্তে বেড়া দিতে ৩৭০ কোটি ডলার খরচের পরিকল্পনা ভারতের
মস্কোয় কনসার্টে হামলা: প্রশ্নের মুখে রুশ গোয়েন্দা সংস্থা
সর্বশেষ খবর
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা