X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ধর্মঘটে ভালো নেই পরিবহন শ্রমিকরা

আতাউর রহমান জুয়েল, ময়মনসিংহ
০৭ নভেম্বর ২০২১, ১২:৫৩আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১২:৫৩

ডিজেলের দাম বাড়ানোর প্রতিবাদে সারাদেশের মতো ময়মনসিংহেও তৃতীয় দিনের মতো চলছে পরিবহন ধর্মঘট। ধর্মঘটের কারণে ময়মনসিংহ থেকে ঢাকাসহ সারা দেশের উদ্দেশ্যে কোনও দূরপাল্লার যান ছেড়ে যায়নি। এ অবস্থায় কাজ না থাকায় বিপাকে পড়েছেন পরিবহন শ্রমিকরা। 

এনা পরিবহনের সুপারভাইজার রনি মিয়া স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে থাকেন ময়মনসিংহ মহানগরীর নয়াপাড়ার ভাড়া বাসায়। এনা পরিবহন থেকে পাওয়া আয় দিয়েই চলে তার বাসা ভাড়াসহ সংসারের খরচ। তিন দিন ধরে ধর্মঘটের কারণে এনা পরিবহন বন্ধ। এ অবস্থায় আয়-রোজগার বন্ধ হয়ে গেছে। হাতে জমানো টাকা তিন দিনে শেষ হয়ে গেছে। এখন কীভাবে সংসার চলবে, এই নিয়েই যত চিন্তা রনির। 

তিনি বলেন, প্রতিদিনের আয়-রোজগার দিয়ে সংসার এবং দুই ছেলে-মেয়ের লেখাপড়ার খরচ চলছে। কাজ না থাকায় গত তিন দিনের কোনও আয়-রোজগার হয় নাই। হাতে যা টাকা ছিল সব খরচ হয়ে গেছে। এখন যদি বাস চলাচল শুরু না হয়, তাহলে ধার করা ছাড়া আর কোনও উপায় থাকবে না।

ধর্মঘটে ভালো নেই পরিবহন শ্রমিকরা সৌখিন পরিবহনের চালকের সহকারী বাচ্চু মিয়া বলেন, আমরা শ্রমিকরা দিন আনি দিন খাই মানুষ। আমরা কেউ তেমন একটা টাকা জমাতে পারি না। হঠাৎ করে বাস বন্ধ হয়ে যাওয়ায় একেবারে বেকার হয়ে পড়েছি। ক্ষোভ প্রকাশ করে বাচ্চু মিয়া আরও বলেন, মালিকরা বাস বন্ধ করে ঘরে বসে আছে। পরিবহন নেতারাও শ্রমিকদের কোনও খোঁজ খবর নিচ্ছেন না। কতদিন ধর্মঘট থাকবে আর আমাদের কীভাবে সংসার চলবে, এই নিয়ে শ্রমিকরা দিশেহারা।

ময়মনসিংহ পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক ইখতিয়ার আহমেদ রনি বলেন, জেলায় প্রায় ২৫ হাজার পরিবহন শ্রমিক রয়েছে। এর মধ্যে কার্ডধারী শ্রমিকের সংখ্যা ১৫ হাজার। শ্রমিকরা কাজ করলে মজুরি পায়, কাজ না করলে কোনও মজুরি নাই। ধর্মঘটের কারণে শ্রমিকরা খুব কষ্টে আছে। এ বিষয়ে মালিকদের কাছে বারবার কথা বলেও কোনও কাজ হয়নি বলে জানান তিনি।

এদিকে জেলা মোটর মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন বাংলা ট্রিবিউনকে জানান, শ্রমিকরা দিন আনে দিন খায়। যা আয় করে তাই তারা খরচ করে ফেলে। ভবিষ্যতের জন্য তেমন একটা জমাতে পারে না। শ্রমিক এবং সাধারণ মানুষের দুর্ভোগের কথা মাথায় রেখে দ্রুতই সমস্যার সমাধানে চেষ্টা চলছে বলে জানান তিনি।

 


 

/টিটি/
সম্পর্কিত
পুলিশ-প্রশাসনের হস্তক্ষেপে সমঝোতা, কুড়িগ্রামে বাস চলাচল স্বাভাবিক
কুড়িগ্রাম থেকে সারা দেশে দূরপাল্লার বাস চলাচল বন্ধ
সিলেটে পরিবহন ধর্মঘট স্থগিত
সর্বশেষ খবর
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া