X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘ব্রেকআপ’ হওয়ায় ২ সন্তানের জনকের আত্মহত্যা

যশোর প্রতিনিধি
০৭ নভেম্বর ২০২১, ১৭:৫৯আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৮:০৫

প্রেমিকার সঙ্গে ‘ব্রেকআপ’ হওয়ায় বিল্লাল হোসেন (২২) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনার পর তার কথিত প্রেমিকাও (২০) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা চালান বলে জানা গেছে।

শনিবার (৬ নভেম্বর) রাতে যশোর শহরের খড়কী শাহ আব্দুল করিম রোড এলাকায় এই ঘটনা ঘটে। ওই নারী যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

স্থানীয়রা জানায়, দুই সন্তানের জনক বিল্লাল মুরগির ব্যবসা করতেন। তার সঙ্গে এলাকার এক নারীর দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। শনিবার সকালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। এই ঘটনায় বিল্লাল রাত সাড়ে ৭টার দিকে ঘরের আড়াতে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। লাশ যশোর জেনারেল হাসপাতালে রয়েছে। এই ঘটনা জানতে পেরে রাত ১২টার দিকে গলায় ফাঁস দেন ওই তরুণী। তবে বাড়ির লোকজন টের পেয়ে তাকে দ্রুত নামিয়ে হাসপাতালে ভর্তি করেন।

বিল্লালের বড়ভাই কালাম শেখ জানান, প্রেমের ফাঁদে ফেলে বিল্লালের কাছ থেকে বেশকিছু টাকা হাতিয়ে নিয়েছেন ওই তরুণী। গতকাল তাদের মধ্যে ঝামেলা হয়। এরপর টাকা ফেরৎ না পেয়ে রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বিল্লাল। 

হাসপাতালে চিকিৎসাধীন ওই তরুণী বলেন, ‘বিল্লাল আমাকে ভালবাসতো। কিন্তু আমি তাকে পাত্তা দিতাম না। গতকাল সে আত্মহত্যা করে। এরপর থেকে তার স্বজনরা আমাকে দুষছেন। আমাকে অকথ্য ভাষায় গালিগালাজও করেছেন। সে কারণে আমি আত্মহত্যার চেষ্টা করি।’

বিল্লালের কাছ থেকে টাকা-পয়সা হাতিয়ে নেওয়ার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, এসব মিথ্যা। তার কাছ থেকে কোনও টাকা-পয়সা নেওয়ার প্রশ্নই আসে না।  

ওই তরুণীর বড়বোন বলেন, ‘বিল্লাল তাকে একতরফা ভালবাসতো। প্রায়ই বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতো। আমার বোনেরও স্বামী-সন্তান রয়েছে। বিল্লালেরও দুটি সন্তান রয়েছে। তাকে কয়েক দফা বুঝিয়েছি। কিন্তু সে কথা শোনেনি।’

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম আব্দুর রশিদ জানান, লাশ ময়নাতদন্তের জন্যে মর্গে রাখা হয়েছে। আহত নারীর অবস্থা ২৪ ঘণ্টা পার না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না।  

যশোর কোতোয়ালি থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনও অভিযোগ দেয়নি। এ বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।  

/এসএইচ/
সম্পর্কিত
খিলগাঁওয়ে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
খিলগাঁওয়ে ব্যাংক কর্মকর্তার স্ত্রীর আত্মহত্যার অভিযোগ
স্বামীকে ভিডিও কলে রেখে প্রাণ দিলেন পার্লারের মালিক
সর্বশেষ খবর
প্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
কুকি চিনকে পৃষ্ঠপোষকতা করেছে আমাদের গোয়েন্দা সংস্থা: নুর
কুকি চিনকে পৃষ্ঠপোষকতা করেছে আমাদের গোয়েন্দা সংস্থা: নুর
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা  
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক