X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

গণপরিবহন বন্ধের প্রভাব নিত্যপণ্যের বাজারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০২১, ২০:০২আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ২১:০৭

হঠাৎ করে গত ৩ দিন ধরে অঘোষিত গণপরিবহন ধর্মঘটের প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে। বিশেষ করে সবজি ও ফলমূলের বাজার অস্থির হয়ে উঠেছে। অধিকাংশ সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে। ২০ টাকা কেজি আলু বিক্রি হচ্ছে ৩০ টাকায়।

রাজধানীর ব্যবসায়ীরা জানান, বাজারে মাঝারি ও চিকন চালের দাম বেড়েছে। সয়াবিন তেলের দাম বেড়েছে। এক লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৬০ টাকা। পাম অয়েলের দাম লিটারপ্রতি ১৩৮ টাকায় ঠেকেছে। ১০০ টাকার রসুন বিক্রি হচ্ছে ১২০ টাকা।

প্রসঙ্গত, ডিজেল ও কেরোসিনের দাম বেড়ে যাওয়ায় দেশে চলছে অঘোষিত পরিবহন ধর্মঘট। শুক্রবার সকাল থেকে পরিবহন খাতের মালিক-শ্রমিকদের একাধিক সংগঠন যাত্রী-পণ্যবাহী যান বন্ধের ঘোষণা দেয়। পরিবহন ধর্মঘটে শুক্রবার থেকে কার্যত পুরো দেশ থমকে রয়েছে।

ব্যবসায়ীরা বলছেন, ধর্মঘটের কারণে নিত্যপণ্যের সরবরাহ বিঘ্নিত হচ্ছে।

কাওরান বাজারের সবজি বিক্রেতা নাসির উদ্দিন সোহাগ বলেন, পরিবহন ধর্মঘটের কারণে পণ্য ঠিকমতো আসছে না। এই কারণে অধিকাংশ পণ্যের দাম বেড়ে গেছে। বাজারের তথ্য বলছে, প্রকারভেদে সবজির কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা বেড়েছে দাম।

শীতের সবজি ফুলকপি ও বাঁধাকপি ৪০-৬০ টাকায় বিক্রি হচ্ছে। কচুর লতি কেজিপ্রতি ৫৫-৬০ টাকা, ধুন্দল ৬০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, মুলা ৬০ টাকা, শসা ৪০-৫০ টাকা, বেগুন ৬০-৭০ টাকা, ঢেঁড়স ৬০-৭০ টাকা, শিম ১৪০-১৫০ টাকা, কাচা পেঁপে ৩০-৪০ টাকা এবং লাউ আকার ভেদে ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে। লাল শাক, পালং শাক, মুলা শাক, সরিষা শাক ১০-২০ টাকা আঁটি, পুঁই শাক আঁটি ২০ ও লাউ শাক ৩০-৪০ টাকা আঁটি বিক্রি হচ্ছে। এছাড়া প্রতিকেজি টমেটো ১২০ টাকা, গাজর ১০০ টাকা, কাঁচা মরিচ ১৫০-১৬০ ও আলুর দাম কিছুটা বেড়ে ২৮-৩০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকা, রসুন ১৩০-১৪০ টাকা ও আদা ১৩০-১৪০ টাকা। ডিম ডজনপ্রতি বিক্রি হচ্ছে ১১৫-১২০ টাকায়। ব্রয়লার মুরগি ১৬০-১৬৫ টাকা, সোনালি কক মুরগি ২৮০-৩০০ টাকা এবং দেশি মুরগি ৪০০-৪৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

/জিএম/এমআর/এমওএফ/
সম্পর্কিত
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
হাত ঘুরলেই বাড়ে দাম, বৃথা ঝরে কৃষকের ঘাম
‘বাজার করে এসে হিসাব দেওয়ার সময় অবিশ্বাস তৈরি হয়’
সর্বশেষ খবর
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!