X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

বেতন-ভাতার দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২১, ১৯:৪৪আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৯:৪৪

গাজীপুরে বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে চৌধুরী পোশাক (সোয়েটার) কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। সে সময় তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ও অগ্নিসংযোগ করেন। সোমবার (৮ নভেম্বর) বিকালে গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানার টেকনগপাড়া এলাকার ওই কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেন। 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খসরু খান আন্দোলনরত শ্রমিকদের বরাত দিয়ে জানান, ওই কারখানায় গত একমাস যাবৎ উৎপাদন কাজ না থাকায় শ্রমিকরা বেকার হয়ে পড়েছেন। গত অক্টোবর মাস পর্যন্ত শ্রমিকদের দুই থেকে তিন মাসের বকেয়া বেতন-ভাতা পাওনা রয়েছে। বেশ কিছুদিন ধরে শ্রমিকরা তাদের সমুদয় পাওনা পরিশোধের জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে আসছিলেন। কর্তৃপক্ষ একাধিকবার আশ্বাস দিয়েও পাওনা পরিশোধ করেনি। এতে শ্রমিকদের মাঝে অসন্তোষ ছড়িয়ে পড়ে। সোমবার বিকাল ৩টার দিকে শ্রমিকরা কারখানার সামনে জড়ো হয়ে তাদের বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে বিকাল ৪টার দিকে আন্দোলনরত শ্রমিকরা কারখানার পার্শ্ববর্তী ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়কের ওপর টায়ার ও কাঠে অগ্নিসংযোগ করেন। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়কের ওপর টায়ার ও কাঠে অগ্নিসংযোগ করেন ওসি আরও জানান, পুলিশ সদস্যরা আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। পুলিশের আশ্বাস পেয়ে শ্রমিকরা মহাসড়কের অবরোধ তুলে নিয়ে কারখানার সামনে অবস্থান নেন এবং বিক্ষোভ করতে থাকেন। শ্রমিকরা বিকাল সাড়ে ৪টার দিকে মহাসড়কের অবরোধ তুলে নিলে পুনরায় যান চলাচল শুরু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার সামনে অবস্থান করছিলেন।      

/এমএএ/
সম্পর্কিত
‘রানা প্লাজার দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে কর্মক্ষেত্রকে নিরাপদ করতে হবে’
রাজধানীতে বাস, ট্রেন ও সিএনজির ধাক্কায় প্রাণ গেলো ৩ জনের
বেতনের দাবিতে ঢাকা-মুন্সীগঞ্জ সড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ
সর্বশেষ খবর
তাপ কমাতে সড়কে প্রতিদিন ৪ লাখ লিটার পানি ছিটাচ্ছে ডিএনসিসি
তাপ কমাতে সড়কে প্রতিদিন ৪ লাখ লিটার পানি ছিটাচ্ছে ডিএনসিসি
ঢামেকে কারাবন্দি হাজতির মৃত্যু
ঢামেকে কারাবন্দি হাজতির মৃত্যু
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
রানা প্লাজায় নিহতদের ফুলেল শ্রদ্ধায় স্মরণ
রানা প্লাজায় নিহতদের ফুলেল শ্রদ্ধায় স্মরণ
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…