X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা প্রয়োজন: শিল্পমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০২১, ১৭:৪৩আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৭:৪৩

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন মনে করেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা অপরিহার্য। গতকাল জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থার (ইউএনআইডিও) সহযোগিতায় ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় শিল্প উন্নয়নের ওপর দ্বিতীয় আঞ্চলিক সম্মেলনে বক্তৃতাকালে তিনি এই কথা বলেন। বৃহস্পতিবার (১১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে শিল্প মন্ত্রণালয়।

শিল্পমন্ত্রী বলেছেন, ‘বর্তমান বিশ্ব প্রযুক্তিগত রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। কয়েক দশক ধরে প্রযুক্তি অসীম গতিতে বিকশিত হচ্ছে এবং বৈশ্বিক অর্থনীতিকে ব্যাপকভাবে প্রভাবিত করছে। চতুর্থ শিল্প বিপ্লবের গুরুত্বপূর্ণ উপাদান অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবট, ইন্টারনেট অব থিংস, স্বনিয়ন্ত্রিত যানবাহন, ন্যানো প্রযুক্তি, জৈবপ্রযুক্তি ইত্যাদি আমাদের জন্য যেমন সুযোগ তৈরি করছে, তেমনই নতুন নতুন চ্যালেঞ্জের উদ্ভব হচ্ছে। এগুলো মোকাবিলায় বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা অপরিহার্য।’

চতুর্থ শিল্প বিপ্লব বৈশ্বিক আয় বৃদ্ধি এবং বিশ্বব্যাপী মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে ভূমিকা রাখবে বলে আশাবাদী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তার কথায়, ‘এসব চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ বিভিন্ন নীতি, আইন, বিধি ও কৌশলপত্র প্রণয়ন করেছে। দক্ষতা বৃদ্ধির জন্য কার্যক্রম গ্রহণ করেছে। বিভিন্ন দেশের সঙ্গে আমাদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির চেষ্টা চলছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় চতুর্থ শিল্প বিপ্লবের সুযোগগুলো কাজে লাগাতে হবে।’

বক্তৃতার পর শ্রীলঙ্কার শিল্পমন্ত্রী উইমল ভিরাওয়ানসার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তারা দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও অন্যান্য স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।

গতকাল শুরু হওয়া দুই দিনের এই আঞ্চলিক সম্মেলনে জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থার প্রতিনিধি, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়াসহ কয়েকটি দেশের শিল্পমন্ত্রী, আসিয়ানের প্রতিনিধিসহ প্রায় ২৫টি দেশের সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ী প্রতিনিধিরা অংশ নেন।

শিল্প উন্নয়নের ওপর দ্বিতীয় আঞ্চলিক সম্মেলনে অংশ নিতে গত মঙ্গলবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পৌঁছান শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। আগামীকাল (১২ নভেম্বর) তার দেশে ফেরার কথা রয়েছে।

/এসআই/জেএইচ/
সম্পর্কিত
রাজধানী স্থানান্তর করছে ইন্দোনেশিয়া, বিশেষ মর্যাদা পাচ্ছে জাকার্তা
ইন্দোনেশিয়ায় নির্বাচিত প্রেসিডেন্টকে অযোগ্য ঘোষণা করতে আদালতে বিরোধী প্রার্থী
জাতিসংঘে যুদ্ধবিরতি প্রস্তাব পাসের পরও গাজায় হামলা অব্যাহত
সর্বশেষ খবর
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো