X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ফরাসি কোম্পানিগুলো বাংলাদেশে উন্নত বাজার সুবিধা পাবে

শেখ শাহরিয়ার জামান
১১ নভেম্বর ২০২১, ২৩:০০আপডেট : ১২ নভেম্বর ২০২১, ১৫:১৫

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর মাঝে বৈঠকের পর যৌথ ঘোষণায় বলা হয়েছে—অর্থনৈতিক, বাণিজ্যিক ও বিনিয়োগ সহযোগিতা দৃঢ় করার জন্য দুই দেশ তাদের ইচ্ছা ব্যক্ত করেছে এবং উভয় দেশের কোম্পানিগুলো যেন একে-অপরের দেশে উন্নত বাজার সুবিধা পায়, সেটির জন্য চেষ্টা অব্যাহত রাখবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ফ্রান্স সফর করছেন। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠকের পর প্রকাশিত যৌথ ঘোষণায় অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগের বিষয়ে দুই দেশের মাঝে অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়েছে। একইসঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের ব্যবসায়িক কোম্পানিগুলো যেন উভয় বাজারে সুবিধা পায়, সেই পরিবেশ উন্নত করার ক্ষেত্রেও উভয় দেশ সম্মত হয়েছে। এটিকে বড় ধরনের একটি পরিবর্তন হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, বাংলাদেশের পরিবর্তিত অর্থনৈতিক অবস্থা ও ক্রমবর্ধমান প্রবৃদ্ধির কারণে উন্নত বিশ্বের দেশগুলো এখন দক্ষিণ এশিয়ার স্বল্পোন্নত দেশেও বাজার সুবিধা চাইছে, যা আগে চাইতো না।

এ বিষয়ে সাবেক পররাষ্ট্র সচিব শহীদুল হক বলেন, ‘এই বিষয়টি নতুন। আগে আমাদের সুবিধা দেওয়া হতো। এখন যৌথ ঘোষণায় উভয় দেশকে এই সুবিধার আওতায় আনার বিষয়টি উল্লেখ করা হয়েছে।’

সাবেক পররাষ্ট্র সচিব বলেন, ‘‘এটি প্রমাণ করে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ একটি ‘উদীয়মান খেলোয়াড়’, যা আগে এত পরিষ্কারভাবে পরিলক্ষিত হতো না।’’ 

তিনি বলেন, ‘বিদেশি বিনিয়োগকে বাংলাদেশ সবসময় স্বাগত জানায়। কিন্তু বাণিজ্যের ক্ষেত্রে ইমপোর্ট সাব-ইনস্টিটিউশন পলিসি দীর্ঘদিন চলে আসছে। এক্ষেত্রে ফ্রান্সের পণ্য বাংলাদেশে সহজলভ্য হবে কিনা, সেটি এখন দেখার বিষয়।’

বাণিজ্য বিশেষজ্ঞ এবং সেন্টার ফর পলিসি ডায়ালগের বিশিষ্ট ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, ‘আপাতদৃষ্টিতে আমার মনে হচ্ছে, এটি বিনিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য, বাণিজ্যের ক্ষেত্রে নয়।’

তিনি বলেন, ‘এটি পরিষ্কার যে দুই দেশের কোম্পানিগুলোর জন্য এটি প্রযোজ্য হবে। অর্থাৎ ফ্রেঞ্চ কোম্পানিগুলো বাংলাদেশে সুবিধা পাবে এবং উল্টোটাও ঠিক।’

মোস্তাফিজুর রহমান বলেন, ‘বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ কিছু সুবিধা দিয়ে থাকে এবং বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম অনুযায়ী, ‘মুক্ত বাণিজ্য চুক্তি’ না থাকলে নির্দিষ্ট কোনও দেশকে ইচ্ছেমতো কোনও সুবিধা দেওয়া যায় না।’

ব্যাখ্যা করে তিনি বলেন, ‘আমরা যদি ফ্রেঞ্চ কোম্পানিকে এখন কোনও বিশেষ সুবিধা দেই, যেটি আমরা জাপানিজ বা চাইনিজ বা ইন্ডিয়ান কোম্পানিকে দেই না, সেক্ষেত্রে এটি বৈশ্বিক ব্যবস্থার বরখেলাপ হবে।’

এ বিষয়ে তিনি আরও বলেন, ‘দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক কী ধরনের সমঝোতার ভিত্তিতে অবস্থান নেবে, সেটি বুঝতে আরও কিছু দিন সময় লাগবে।’

প্রসঙ্গত, স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশ কেবল যুক্তরাষ্ট্র ছাড়া প্রায় সব উন্নত বিশ্বের দেশে শুল্কমুক্ত সুবিধা পেয়ে থাকে। যদিও স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বের হয়ে যাচ্ছে বাংলাদেশ, সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালে উন্নয়নশীল দেশ হিসেবে আবির্ভূত হবে। ২০২৯ সাল পর্য‌ন্ত ইউরোপিয়ান ইউনিয়ন ‘অস্ত্র ছাড়া সব পণ্য’ নীতির অধীনে এলডিসি দেশগুলোকে শুল্কমুক্ত সুবিধা দেবে বলে ইতোমধ্যে ঘোষণা দিয়েছে।

 

 

 

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
উত্তেজনা এড়াতে ইসরায়েলের প্রতি ম্যাক্রোঁর আহ্বান
সর্বশেষ খবর
সেতুমন্ত্রীর মানহানির অভিযোগে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের বিরুদ্ধে জিডি
সেতুমন্ত্রীর মানহানির অভিযোগে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের বিরুদ্ধে জিডি
দাফনের ১৫ দিন পর তোলা হলো ব্যাংক কর্মকর্তার মরদেহ
দাফনের ১৫ দিন পর তোলা হলো ব্যাংক কর্মকর্তার মরদেহ
ফসলের মাঠে সোনারঙ, তীব্র গরমেও কৃষকের মুখে হাসি
ফসলের মাঠে সোনারঙ, তীব্র গরমেও কৃষকের মুখে হাসি
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়কে ভূমিকা রাখার আহ্বান
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়কে ভূমিকা রাখার আহ্বান
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা