X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

সুদানে নিরাপত্তা বাহিনীর গুলিতে গণতন্ত্রপন্থী ৫ বিক্ষোভকারী নিহত

বিদেশ ডেস্ক
১৪ নভেম্বর ২০২১, ০২:০৮আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ০২:০৮

সুদানে গণতন্ত্রপন্থী ও অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে গুলি ও কাদানে গ্যাস নিক্ষেপ করেছে দেশটির নিরাপত্তাবাহিনী। এতে ৫ বিক্ষোভকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। চিকিৎসকদের ইনডিপেনডেন্ট ইউনিয়নের বরাত দিয়ে বার্তা সংস্থা আলজাজিরা এ খবর জানিয়েছে। 

সুদানের চিকিৎসকদের কেন্দ্রীয় কমিটি শনিবার জানিয়েছে, রাজধানী খারতুম এবং এর কাছের শহর ওমদুরম্যানে পুলিশ বিক্ষোভকারীদের মিছিলে গুলি ছুড়লে চার জন নিহত হন। অপর একজন মারা যান কাদানে গ্যাসের ক্যানিস্টারের আঘাতে। লাইভ বুলেটসহ সব বাহিনী দমন পীড়নে অংশ নেয়।

এতে বলা হয়েছে, নিহতদের মধ্যে একজন ১৮ বছর বয়সী এবং একজন ৩৫ বছর বয়সী ছিলেন, তারা পুটশিস্ট সামরিক কাউন্সিলের বুলেটে মারা গেছেন।

চিকিৎসকরা জানান, নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওমডুরম্যানের একটি হাসপাতালেও অভিযান চালিয়েছেন এবং সেখান থেকে বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যান।

এদিকে, সুদানে দায়িত্বরত রেড ক্রসের আন্তর্জাতিক কমিটির প্রধান স্ক্যাল কাট্যাট বলেন, চিকিৎসা সহায়তা বাধাগ্রস্ত করা উচিত হবে না। তিনি বলেন, হাসপাতালে অ্যাম্বুলেন্স চলাচল করতে দিতে হবে, গুরুতর আহতদের প্রয়োজনীয় চিকিৎসার সুযোগ দিতে হবে। চিকিৎসা মিশন রক্ষা করতে হবে।

দেশটির পুলিশ জানায়, মিছিল শান্তিপূর্ণই ছিল, কিন্তু হঠাৎ করে তারা আক্রমণাত্মক হয়ে ওঠে। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, বিক্ষোভকারীদের আক্রামণে অন্তত ৪৯ পুলিশ সদস্য আহত হয়েছেন। এদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।

গত ২৫ অক্টোবর সুদানের সামরিক বাহিনী ক্ষমতা দখল করে। তারা অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দেয় এবং প্রধানমন্ত্রী আবদাল্লা হামডোকসহ কয়েক ডজন কর্মকর্তা ও রাজনীতিবিদকে আটক করে। তারা এখন গৃহবন্দি রয়েছেন। এর পর থেকে দেশটিতে গণতন্ত্রপন্থীদের বিক্ষোভ অব্যাহত আছে।

 

 

 

/আইএ/
সম্পর্কিত
আটলান্টিক মহাসাগরে পাওয়া ৯ মরদেহের পরিচয় নিয়ে যা বললো ব্রাজিল
ভূমধ্যসাগরে নৌকা ডুবে নিহত ৯, উদ্ধার ২২
বিনিয়োগ ও সামাজিক ব্যয়ের প্রতিশ্রুতিতে তৃতীয় মেয়াদ শুরু সিসির
সর্বশেষ খবর
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
দুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টিদুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন