X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

মেয়েকে অনৈতিক কাজে বাধ্য করায় কারাগারে বাবা-মা

বরিশাল প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২১, ২৩:০১আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ২৩:০১

বরিশালে কিশোরীকে (১৪) অনৈতিক কাজে বাধ্য করায় বাবা-মাসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। ওই কিশোরীকে উদ্ধার করে মহানগর পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে।

ভুক্তভোগী কিশোরী বরিশাল নগরীতে বাবা-মায়ের সঙ্গে বসবাস করছিল। স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সে। 

রবিবার (১৪ নভেম্বর) এ ঘটনায় মামলা হয়। এর আগে শনিবার বিকালে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খানের কাছে লিখিত অভিযোগ দেয় কিশোরী।

অভিযোগে কিশোরী উল্লেখ করেছে, তার মা-বাবা বাসায় মাদক ও নারীদের দিয়ে অনৈতিক ব্যবসা করান। তাদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় একাধিক মামলা রয়েছে। তারা একাধিকবার গ্রেফতার হয়ে জামিনে মুক্তি পায়। কয়েক মাস ধরে কিশোরীকে যৌন ব্যবসার জন্য চাপ দিচ্ছিল। এই কাজে অস্বীকৃতি জানালে প্রতিনিয়ত তাকে নির্যাতন করতো বাবা-মা। 

গত জুন মাসে নগরীর মুনসুর কোয়ার্টার এলাকার মধু ব্যবসায়ী আনোয়ার হোসেন হাওলাদারের বাসায় নিয়ে তাকে আটকে রাখে মা। পরে আনোয়ার যৌন নির্যাতন করে। জুন থেকে অক্টোবর পর্যন্ত আনোয়ার তাকে একাধিকবার যৌন নির্যাতন করেছে। এতে সহযোগিতা করে তার বাবা-মা।

পুলিশ জানায়, ভুক্তভোগী কিশোরী পুলিশ কমিশনার কার্যালয়ে গিয়ে কমিশনার মো. শাহাবুদ্দিন খানকে বিস্তারিত জানালে আইনি পদক্ষেপ নিতে কোতোয়ালি মডেল থানাকে নির্দেশ দেন। পুলিশ শনিবার রাতেই অভিযান চালিয়ে কিশোরীর মা-বাবা এবং মধু ব্যবসায়ী আনোয়ার হোসেনকে গ্রেফতার করে। রবিবার তাদের বিরুদ্ধে মামলা করা হয়। পরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম বলেন, কিশোরীর অভিযোগ মামলা হিসেবে গ্রহণ করে বাবা-মাসহ তিন জনকে কারাগারে পাঠানো হয়েছে। কিশোরীকে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে।

/এএম/
সম্পর্কিত
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পিবিআইয়ের প্রতিবেদন গ্রহণ, পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন