X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে কোটি টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

পটুয়াখালী প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২১, ১৭:৫২আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ১৭:৫২

পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাসান শিকদারের (৩২) ওপর সন্ত্রাসীরা হামলা চালিয়ে কোটি টাকা ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। আহত হাসান শিকদার বর্তমানের পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সোমবার (১৫ নভেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটে পৌর শহরের ব্যামাগার চত্বরে এ হামলার ঘটনা ঘটে।

অভিযোগ উঠেছে, সন্ত্রাসীরা সাইদুল নামে এক ক্ষুদে ব্যবসায়ীর প্রতিষ্ঠানেও ভাঙচুর করেছে। হামলা শেষে ব্যাংক থেকে তোলা হাসান শিকদারের প্রায় কোটি টাকা ছিনিয়ে নিয়ে গেছে সন্ত্রাসীরা। ঘটনার পরপর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরবর্তী সহিংসতা এড়াতে অতিরিক্ত পুলিশ এলাকায় টহল দিচ্ছেন।

আহত ছাত্রলীগ নেতা হাসান শিকদার অভিযোগ করে বলেন, ‘সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত একটি নম্বর (০১৭২৩****১৯) থেকে আকাশ পরিচয়ে একাধিকবার কল দিয়ে আমার অবস্থান নিশ্চিত করে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করে। দুপুর ১২টা ৩৬ মিনিটে পুনরায় কল করে আমার অবস্থান জানে আকাশ। পরে আমিসহ ছাত্রলীগের সহকর্মীরা শহরের ব্যামাগার এলাকার সাইদুলের চায়ের দোকানে আছি বলে কলকারীকে জানাই।’ কিছুক্ষণ পরই হামলার শিকার হন হাসান ও তার সহকর্মীরা।

হাসান জানান, কোনও কিছু বুঝে ওঠার আগে অন্তত অর্ধশতাধিকের একটি বাহিনী এসে সাইদুলের চায়ের দোকানে ঢুকে হামলা ও ভাঙচুর করে। হামলাকালে মিজান ও ওরফে কেচি মিজান, আসাদ, মুন্না, মতিউর রহমান, মো. আরিফ, আকাশ, আল-আমিন, ওয়ালি মিরাজরা হাসান ও তার সহকর্মীদের এলোপাতাড়ি মারধর করে। এক পর্যায় চাইনিজ কুড়াল দিয়ে হাসানের গলায় আঘাত করলে মারাত্মক জখম হয়।

হাসানের অভিযোগ, ‘হামলার পূর্বে ঠিকাদারি কাজের প্রয়োজনে তার স্ত্রী ও নিজ ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় কোটি টাকা উত্তোলন করে বাসায় ফিরছিলেন। বাসায় ফেরায় পথেই এ হামলার শিকার হন এবং হামলাকারীরা সঙ্গে থাকা পুরো টাকা ছিনিয়ে নিয়েছে।’

হামলাকালে হাসানের সঙ্গে থাকা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ইমন হাসান খোকা ও সাবেক সহ-সভাপতি আল-আমিন শিকদার বলেন, ‘আমরা সবাই সাইদুলের চায়ের দোকানে অবস্থান করছিলাম। এ সময় মিজান ও তার লোকজন আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। মিজান পিস্তল বের করে হাসানের মাথায় তাক করে টাকা দাবি করে। পরে স্থানীয়দের উপস্থিতি দেখে মিজান ও তার বাহিনী নিয়ে সটকে পড়ে।’

এ বিষয়ে জানতে অভিযুক্ত মিজা‌নের মোবাইল নম্বরে কল করলে সেটি বন্ধ পাওয়া যায়‌।

পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, ‘সম্ভবত পূর্বের রাজনৈতিক প্রতিহিংসা ও শত্রুতার জেরে এ হামলা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এফআর/
সম্পর্কিত
চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
বন্য শূকরের আক্রমণে নারীসহ ৫ কৃষক আহত
সিলিন্ডার লিকেজ হয়ে জমে থাকা গ্যাসে আগুন, দগ্ধ একই পরিবারের ৪ সদস্য
সর্বশেষ খবর
ট্রলারের ইঞ্জিন বিস্ফোরণে চার জন অগ্নিদগ্ধ
ট্রলারের ইঞ্জিন বিস্ফোরণে চার জন অগ্নিদগ্ধ
প্রিয় দশ
প্রিয় দশ
মৎস্য ও প্রাণিসম্পদ সম্পর্কিত প্রকল্প নির্ধারিত সময়ে শেষ করার নির্দেশ
মৎস্য ও প্রাণিসম্পদ সম্পর্কিত প্রকল্প নির্ধারিত সময়ে শেষ করার নির্দেশ
বাংলাদেশে চীনের উদ্যোক্তাদের বস্ত্র ও পাট খাতে বিনিয়োগের আহ্বান নানকের
বাংলাদেশে চীনের উদ্যোক্তাদের বস্ত্র ও পাট খাতে বিনিয়োগের আহ্বান নানকের
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে