X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বঙ্গবন্ধু সাফারি পার্কে জলহস্তী পরিবারে নতুন অতিথি

রায়হানুল ইসলাম আকন্দ, গাজীপুর
১৭ নভেম্বর ২০২১, ২০:৪৭আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ২০:৪৭

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বিশ্বে সংকটাপন্ন প্রাণী হিসেবে পরিচিত জলহস্তীর একটি শাবক জন্ম নিয়েছে। আগে আরও দুটি শাবকের জন্ম হলেও সেগুলো বাঁচেনি। প্রায় চার সপ্তাহ বেঁচে থাকায় এবারের শাবকটি নিয়ে অনেক প্রত্যাশা পার্ক কর্তৃপক্ষের। পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মাঝেমধ্যে শাবকটি জলহস্তী বেষ্টনীর ভেতরে ডাঙায় উঠে আসছে। এখন পর্যন্ত শাবকটির লিঙ্গ শনাক্ত করা যায়নি। এটি শনাক্ত করতে আরও কিছুদিন সময় লাগতে পারে। বর্তমানে পার্কে নতুন শাবকসহ জলহস্তীর সংখ্যা তিন। নিবিড় পর্যবেক্ষণের কারণে নতুন শাবকের বিষয়টি কাউকে সেভাবে জানানো হয়নি।

সাফারি পার্ক সূত্র জানায়, পৃথিবীর দ্বিতীয় সর্ববৃহৎ আধা জলজ স্তন্যপায়ী প্রাণী হিসেবে জলহস্তীকে চিহ্নিত করা হয়। সর্বোচ্চ সাড়ে তিন মিটার দৈর্ঘ্য ও দেড় মিটার উচ্চতার প্রাণীটির ওজন হয়ে থাকে তিন হাজার দুইশ কেজি পর্যন্ত। আফ্রিকাতে এদের বেশি দেখা মেলে। বিশ্বের অন্যান্য দেশেও এদের দেখতে পাওয়া যায়। আফ্রিকায় গরম বেশি থাকায় নদী এবং লেকের পাশে এরা বসবাস করে। নাক, কান-মাথা ভাসিয়ে রেখে এরা সহসাই নিজেদের শরীর জলে ডুবিয়ে রাখতে পারে। 

আগে আরও দুটি শাবকের জন্ম হলেও সেগুলো বাঁচেনি

নিশাচর এই প্রাণী তৃণভোজী খাবার খেয়ে থাকে এবং রাতের বেলায় খাবারের সন্ধানে বের হয়। পছন্দের তৃণভোজী কাছে পেলে সর্বোচ্চ ৩৫ কেজি খাবার একত্রে খেতে পারে। এরা দক্ষ সাঁতারু, পানির নিচে সর্বোচ্চ পাঁচ মিনিট পর্যন্ত ডুবে থাকতে পারে। পানিতে ডোবার পর নাক-কান বন্ধ হয়ে যায়। 

১০-২০টি জলহস্তী সংঘবদ্ধ থাকে ও সিংহ, হায়েনা, কুমির এবং হিংস্র প্রাণীর আক্রমণ থেকে রক্ষা পেতে মাঝেমধ্যে ক্ষমতা প্রদর্শনের জন্য ডিসপ্লে করে থাকে। এরা দুই বছর পর পর ১০ মাসের গর্ভধারণে শাবক জন্ম দেয়।

তবিবুর রহমান বলেন, দক্ষিণ আফ্রিকা থেকে জলহস্তী দুটি আনা হয়। ছয় বছর আগে দুটি শাবকের জন্ম হলেও বাঁচানো যায়নি। এবারের শাবকটির বয়স প্রায় একমাস। প্রত্যাশা করছি, শাবকটি বাঁচবে। শাবকটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। মা জলহস্তীর সঙ্গে কচুরিপানার ভেতরে থেকে উঁকিঝুঁকি দিচ্ছে। তাদের বাড়তি খাবার দেওয়া হচ্ছে।

/এএম/
সম্পর্কিত
বন্য শূকরের আক্রমণে নারীসহ ৫ কৃষক আহত
ডালক্ষেতে ‘বিষ প্রয়োগে’ কবুতরসহ ৫ শতাধিক পাখির মৃত্যু
কলেজ চত্বর থেকে অসুস্থ ভুবন চিল উদ্ধার
সর্বশেষ খবর
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীপুত্র ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীপুত্র ইলহাম!
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়