X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ঢাবি ক্যান্টিনে খাবারের দাম কমানোর দাবিতে মানববন্ধন

ঢাবি প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২১, ২০:৫৭আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ২০:৫৭

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) আবাসিক হলগুলোর ক্যান্টিনে খাবারের দাম আগের চেয়ে বেড়েছে। এখানে খাবারের দাম কমানোর দাবিতে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (মার্ক্সবাদ)। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুর ১টার দিকে কলাভবনের মূল ফটকের সামনে ছিল এই কর্মসূচি।

জানা যায়, ঢাবি আবাসিক হলগুলোর ক্যান্টিনে করোনার আগে মুরগির মাংস গড়ে ৩০-৩৫ টাকায় পাওয়া গেলেও এখন তা বেড়ে হয়েছে ৪০-৫০ টাকা পর্যন্ত। মাছ গড়ে সর্বোচ্চ ৩০-৩৫ টাকা দাম ধরা হলেও এখন তা ৩৫-৪০ টাকা। গরুর মাংস ৪৫-৫০ টাকা থেকে বেড়ে এখন হয়েছে ৫৫-৬০ টাকা। 

মানববন্ধনে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (মার্ক্সবাদী) ঢাবি শাখার সভাপতি সালমান সিদ্দিকী বলেন, ‘জনগণের ট্যাক্সের টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়। সেখান থেকে শিক্ষার্থীদের জন্য খরচ হয়। রাষ্ট্র ও প্রশাসন এ নিয়ে এখন অপারগতা প্রকাশ করছে কেন? হলের ক্যান্টিনে দেওয়া খাবারের যে মান তাতে শিক্ষার্থীদের পুষ্টি চাহিদা পূরণ হচ্ছে না। এসব খাবার খেয়ে তারা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ছে, পুষ্টিহীন হয়ে যাচ্ছে, অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হচ্ছে। এটাই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিত্র!’

সংগঠনটির সভাপতির মন্তব্য, ‘শিক্ষার্থীরা রাতে হলে ঘুমানোর জায়গা পাচ্ছে না, ক্যান্টিনে খাবারের পরিবেশ পাচ্ছে না। শিক্ষা ও গবেষণা খাতে পর্যাপ্ত বরাদ্দ দেওয়া হচ্ছে না। আমরা সরকারকে উদ্দেশ্য করে বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় যদি জনগণের প্রতিষ্ঠান হয়ে থাকে তাহলে অবশ্যই এখানকার বরাদ্দ বাড়াতে হবে।’

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (মার্ক্সবাদী) নেতাদের অভিযোগ, ‘ঢাবি আবাসিক হলের ক্যান্টিনে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি হয়। যে থালা-বাটিতে খাবার পরিবেশন করা হয় সেগুলোও নোংরা থাকে। ঢাবি আবাসিক হলের ক্যান্টিনগুলোতে ছাত্রলীগ চাঁদাবাজি করছে বলে ভালো খাবার সরবরাহ করা যাচ্ছে না।’

মানববন্ধনে আরও ছিলেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (মার্ক্সবাদী) সাধারণ সম্পাদক প্রগতি বর্মণ তমা, সহ-সভাপতি সাদেকুল ইসলাম সাদিকসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

/জেএইচ/
সম্পর্কিত
শিক্ষাপ্রতিষ্ঠানে মুজিবনগর দিবস পালনের নির্দেশ
শিক্ষাপ্রতিষ্ঠানে দুই ধাপে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালনের নির্দেশ
টেস্ট পরীক্ষার নামে অতিরিক্ত ফি নিলে ব্যবস্থা
সর্বশেষ খবর
শিল্পী সমিতির নির্বাচনে মিশা-ডিপজল প্যানেলের বড় চমক
শিল্পী সমিতির নির্বাচনে মিশা-ডিপজল প্যানেলের বড় চমক
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া