X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

১৫ বছরের মধ্যে অ্যামাজনে সবচেয়ে বেশি গাছ উজাড়

বিদেশ ডেস্ক
১৯ নভেম্বর ২০২১, ১০:৪৯আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ১০:৪৯

ব্রাজিলের সরকারি হিসেবে দেখা গেছে, গত ১৫ বছরের মধ্যে অ্যামাজনে গাছ উজাড়ের পরিমাণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থার (ইনপে) হিসেবে দেখা গেছে এক বছরে গাছ উজাড়ের পরিমাণ বেড়েছে ২২ শতাংশ।

কপ২৬ জলবায়ু সম্মেলনে ২০৩০ সাল নাগাদ যেসব দেশ বন উজাড় অবসানের প্রতিশ্রতি দিয়েছে তাদের মধ্যে অন্যতম ব্রাজিল। দেশটির বড় অংশ জুড়ে অবস্থিত অ্যামাজন জঙ্গলে প্রায় ত্রিশ লাখ প্রজাতির গাছ ও প্রাণী ছাড়াও দশ লাখের বেশি আদিবাসী মানুষের বসতি রয়েছে। বৈশ্বির উষ্ণতা বৃদ্ধি ঠেকাতে অ্যামাজনের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়।

ইনপে’র সর্বশেষ হিসেবে দেখা গেছে, ২০২০-২১ মেয়াদে অ্যামাজনের ১৩ হাজার ২৩৫ বর্গকিলোমিটার এলাকার গাছ উজাড় হয়েছে। যা ২০০৬ সালের পর সর্বোচ্চ। পরিবেশমন্ত্রী জোয়াকিম লেইটে বলেছেন, এই তথ্য একটি চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। তিনি বলেন, ‘এই সম্পর্কিত অপরাধের বিষয়ে আমাদের আরও বেশি কঠোর হতে হবে।’ তিনি আরও বলেন, এই তথ্যে গত কয়েক মাসের পরিস্থিতি সঠিকভাবে প্রতিফলিত হয়নি।

প্রেসিডেন্ট জইর বলসোনারোর আমলে অ্যামাজনে গাছ উজাড় বেড়েছে। এই প্রেসিডেন্ট অ্যামাজনে কৃষি ও খনি কার্যক্রমে উৎসাহ যুগিয়েছেন। ইনপের সঙ্গেও বিরোধে জড়িয়েছেন বলসোনারো। ২০১৯ সালে তিনি অভিযোগ করেন সংস্থাটি ব্রাজিলের সুনাম ক্ষুণ্ন করছে।

কিন্তু নভেম্বরের গ্লাসগো জলবায়ু সম্মেলনে বন উজাড় বন্ধের প্রতিশ্রুতিতে স্বাক্ষর করা দেশগুলোর একটি ব্রাজিল। এই প্রতিশ্রুতিতে অন্তর্ভুক্ত রয়েছে এক হাজার ৯২০ কোটি ডলারের সরকারি ও বেসরকারি তহবিল। এই তহবিলের একটি অংশ যাবে দরিদ্র দেশগুলোতে ক্ষতিগ্রস্ত বনাঞ্চল পুনরুদ্ধারে।

/জেজে/
সম্পর্কিত
লাতিন আমেরিকায় এক বছরে ১২৬ অ্যাক্টিভিস্ট নিহত
বাংলাদেশ ভ্রমণ শেষে ভারতে গিয়েই সংঘবদ্ধ ধর্ষণের শিকার ব্রাজিলিয়ান তরুণী
হাইতির প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার হুমকি গ্যাং লিডারের
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!