X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

জার্মানির উচ্চ ঝুঁকির তালিকায় আরও ৪ দেশ

বিদেশ ডেস্ক
২০ নভেম্বর ২০২১, ১৭:২৪আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১৭:২৪

করোনা সংক্রমণের বেশি ঝুঁকিতে থাকা দেশগুলো থেকে আসা করোনা টিকা না নেওয়া পর্যটকদের জার্মানিতে প্রবেশের পর বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হয়। ইউরোপে নতুন করে সংক্রমণ বাড়ার ফলে এই উচ্চ ঝুঁকির তালিকায় বেলজিয়াম, নেদারল্যান্ডস, গ্রিস ও আয়ারল্যান্ডকে এই তালিকায় যুক্ত করেছে জার্মানি।

শুক্রবারের এই ঘোষণা কার্যকর হবে রবিবার থেকে। ইউরোপে অনুমোদন পাওয়া করোনা টিকাগুলোর মধ্যে কোনওটি না নেওয়া থাকলে সেই যাত্রীদের জার্মানিতে গিয়ে ১০ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। যদি কোয়ারান্টিনের পাঁচ দিন পার হওয়ার পর করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে, তাহলে এরপর থেকে কোয়ারান্টিনে না থাকলেও চলবে।

উচ্চ ঝুঁকির তালিকায় যুক্ত হওয়া চারটি দেশে সংক্রমণ বাড়ার ফলে সেসব দেশেও কড়াকড়ি বাড়ানো হয়েছে। বিভিন্ন দেশে টিকা না নেওয়া ব্যক্তিদের জন্য গণপরিসরে নানা নিষেধাজ্ঞা জারি রয়েছে। আয়ারল্যান্ডে টিকা না নেওয়া ব্যক্তিরা বার বা নাইট ক্লাবে যেতে পারেন না। গ্রিসেও এই নিয়ম কার্যকর রয়েছে।

জার্মানির দক্ষিণাঞ্চলের রাজ্য বাভারিয়াতে বাড়ন্ত করোনা সংক্রমণের ফলে আপাতত বন্ধ রাখা হয়েছে বার্ষিক ক্রিস্টমাস মার্কেট। বাভারিয়ার যেসব জেলায় সংক্রমণের হার প্রতি ১০ লাখ মানুষে এক হাজার ছাড়িয়েছে, সেসব জায়গায় জারি রয়েছে লকডাউন। বর্তমানে লকডাউনের আওতায় রয়েছে বাভারিয়ার আটটি জেলা।

জার্মানিজুড়ে এই মুহূর্তে প্রযোজ্য রয়েছে ২জি নিয়ম, অর্থাৎ, গণপরিসরে চলাফেরার ক্ষেত্রে ছাড় দেওয়া আছে কেবল টিকাপ্রাপ্ত বা করোনা থেকে সদ্য সেরে ওঠা ব্যক্তিদের জন্য। বেশিরভাগ দোকান, রেস্তোরাঁ, সিনেমা হল, বার-পাব বা উৎসবে অংশ নিতে পারবেন না টিকা না নেওয়া ব্যক্তিরা।

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বৃহস্পতিবার জার্মানিতে মোট নতুন সংক্রমণের সংখ্যা ছিল ৫২ হাজার ৯৭০। টিকার সবকটি ডোজ নিয়েছেন দেশটির মোট জনসংখ্যার ৬৭ দশমিক ৯ শতাংশ মানুষ। সূত্র: ডিডাব্লিউ।

/এমপি/
সম্পর্কিত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা জোরদার করছে কিয়েভ
কেজরিওয়ালের গ্রেফতার নিয়ে মার্কিন মন্তব্যে আপত্তি ভারতের
সর্বশেষ খবর
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়