X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

দুর্নীতি বিষয়ক প্রতিবেদনের জন্য পুরস্কৃত বাংলা ট্রিবিউনের নুরুজ্জামান লাবু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০২১, ২৩:০১আপডেট : ২২ নভেম্বর ২০২১, ০০:২৬

দুর্নীতি দমন কমিশন (দুদক) বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন (র‌্যাক) তিনটি শাখায় সেরা প্রতিবেদনের জন্য পুরস্কার দিয়েছে। অনলাইন সংবাদমাধ্যমে আইডিয়াল স্কুলের অফিস সহকারীর দুর্নীতি নিয়ে প্রতিবেদনের তৈরির জন্য পুরস্কার পেলেন বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার নুরুজ্জামান লাবু। এছাড়া প্রিন্ট শাখায় যুগান্তরের সিনিয়র রিপোর্টার সিরাজুল ইসলাম এবং টেলিভিশন শাখায় পুরস্কার পেয়েছেন মাছরাঙা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার কাওসার সোহেলী। পুরস্কার হিসেবে ক্রেস্ট আর সনদ ছাড়াও ৭৫ হাজার টাকা করে প্রাইজমানি দেওয়া হয়েছে।

রবিবার (২১ নভেম্বর) ঢাকার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের পঞ্চম তলায় আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এই সংস্থার চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আব্দুল্লাহ। তিনিই বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। 

দুদক চেয়ারম্যানের প্রত্যাশা, এমন উদ্যোগের সুবাদে দুর্নীতি বিষয়ক প্রতিবেদন বেশি তৈরি হবে। তিনি মনে করেন, ‘দুর্নীতি বন্ধে সামাজিক আন্দোলন জরুরি। সাংবাদিকরা দুর্নীতি দমনে সহায়ক শক্তি হিসেবে কাজ করে থাকেন। দুর্নীতিবিরোধী প্রতিবেদন তৈরি করে যারা পুরস্কার পাচ্ছেন তাদের অভিনন্দন জানাই।’

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ী, আয়োজক ও অতিথিরা

প্রথমবারের মতো দুর্নীতিবিরোধী অনুসন্ধানী প্রতিবেদনের জন্য পুরস্কার চালু করেছে র‌্যাক। চলতি বছর প্রিন্ট, অনলাইন ও টেলিভিশন শাখায় মোট ২৬টি প্রতিবেদন জমা পড়েছিল। এর মধ্যে সেরাদের বাছাই প্রক্রিয়ায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও আজকের পত্রিকার সম্পাদক ড. মো. গোলাম রহমান, মাছরাঙা টেলিভিশনের বার্তা প্রধান রেজওয়ানুল হক রাজা এবং এএফপি’র ঢাকা ব্যুরো প্রধান শফিকুল আলম।

দুদক কমিশনার ড. মোজাম্মেল হক বলেছেন, ‘ভালো কাজে মর্যাদা না দিলে ভালো কাজ হয় না। র‌্যাকের এই উদ্যোগ প্রশংসনীয়। ভবিষ্যতে দুদকের পক্ষ থেকে দুর্নীতিবিরোধী প্রতিবেদন দেওয়া যায় কিনা তা নিয়ে আমরা কমিশনে আলোচনা করবো। কারণ আমরা সবাই মূলত দুর্নীতির বিরুদ্ধে কাজ করি।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও আজকের পত্রিকার সম্পাদক ড. মো. গোলাম রহমানের মন্তব্য, ‘দুর্নীতির বিরুদ্ধে প্রতিবেদন তৈরির জন্য সাংবাদিকদের অনেক বিষয়ে নির্মোহ থাকতে হয়। কারণ নানান দিকের চাপ ও অন্যান্য বিষয়ের চ্যালেঞ্জ সামনে রেখে দুর্নীতিবিরোধী প্রতিবেদন প্রকাশিত হয়। র‌্যাকের পুরস্কার নিঃসন্দেহে অন্য সাংবাদিকদের উৎসাহ দেবে।’

সাংবাদিকতার নীতি মেনে প্রতিবেদন তৈরির আহ্বান জানান এএফপি’র ঢাকা ব্যুরো প্রধান শফিকুল আলম। তার মতে, ‘প্রতিবেদন তৈরির ক্ষেত্রে, বিশেষ করে দুর্নীতি বিষয়ক প্রতিবেদনের ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি বা সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য কোট আনকোট থাকা জরুরি। কারণ একটি প্রতিবেদনের কারণে অভিযুক্ত ব্যক্তির ওপর বিভিন্নভাবে প্রভাব পড়তে পারে।’

র‌্যাক সম্পাদক আহমেদ ফয়েজের সঞ্চালনায় পুরস্কার বিতরণে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মহিউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে আরও ছিলেন দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণামাধ্যম কর্মীরা। 

/আরটি/জেএইচ/
সম্পর্কিত
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
হাসপাতালের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১০ জনের বিরুদ্ধে দুদকের মামলা
মধুমতি ব্যাংকের সাবেক কর্মকর্তাসহ দুজনের বিরুদ্ধে মামলার অনুমোদন দুদকের
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী