X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ময়মনসিংহ মেডিক্যালে লাশের জন্য টাকা নেওয়া কর্মকর্তা বদলি

ময়মনসিংহ প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২১, ১১:০৩আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১১:১২

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে মারা যাওয়া রোগীদের প্রতি লাশের জন্য ঘুষ বাবদ ৩০০ টাকা করে নেওয়ার ঘটনায় কর্মকর্তা ফরিদুল হককে বদলি করা হয়েছে। চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির রিপোর্টের সুপারিশে মঙ্গলবার (২৩ নভেম্বর) ফরিদুল হককে অন্যত্র বদলির আদেশ দেওয়া হয়। 

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শামিউল ইসলামের স্বাক্ষরিত পাঠানো পত্রে (স্মারক-৬৮/২০১০/৫৪২৩(৮) তিন দিনের মধ্যে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে যোগদানের আদেশ দেওয়া হয়। তিন দিনের মধ্যে যোগদান না করলে চতুর্থ দিন থেকে অব্যাহতি পাইয়াছেন মর্মে গণ্য হবেন বলে চিঠিতে উল্লেখ করা হয়। বদলির আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. ওয়ায়েজ উদ্দীন ফরাজী। তিনি বলেন, স্বাস্থ্য অধিদফতরের বদলির আদেশ কার্যক্রর করতে দ্রুত তাকে ছাড়পত্র দেওয়া হবে।

উল্লেখ্য, করোনা ইউনিটে মারা যাওয়া লাশ বহনের জন্য কর্মীদের ১০০০ টাকা করে দেওয়ার কথা থাকলেও প্রশাসনিক কর্মকর্তা ফরিদুল হক প্রতিলাশের জন্য ৩০০ টাকা করে রেখে দিতেন। এ ঘটনায় মর্মে লাশবহনকারী সাত কর্মী তার বিরুদ্ধে হাসপাতাল পরিচালক বরাবর প্রতিকার চেয়ে আবেদন করেন। এরই পরিপ্রেক্ষিতে গঠিত কমিটি তদন্ত শেষে প্রমাণ পাওয়ায় ফরিদুল হককে অন্যত্র বদলির সুপারিশ করে গত ৪ সেপ্টেম্বর রিপোর্ট জমা দেয়। তদন্ত রিপোর্ট পাওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ ফরিদুল হককে অন্যত্র বদলি করতে স্বাস্থ্য অধিদফতরে চিঠি দেয়। 

এদিকে প্রশাসনিক কর্মকর্তা ফরিদুল হকের বদলির আদেশ আসার খবরে খুশি হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা। তবে এ বিষয়ে ফরিদুল হকের প্রতিক্রিয়া জানতে তার মোবাইলফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি কল কেটে দেন।

 

/টিটি/
সম্পর্কিত
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালগরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
ত্রিশালে ধলা সরকারি আশ্রয়কেন্দ্রের ২৬ শিশু অসুস্থ, হাসপাতালে ভর্তি
মমেক হাসপাতাল ঘিরে অনুমোদনহীন ক্লিনিক-ল্যাবের ছড়াছড়ি
সর্বশেষ খবর
ওঠানামা করছে মুরগির দাম, বাড়ছে সবজির
ওঠানামা করছে মুরগির দাম, বাড়ছে সবজির
শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
দুবাই হয়ে ট্রানজিট ফ্লাইট স্থগিত করলো এমিরেটস
দুবাই হয়ে ট্রানজিট ফ্লাইট স্থগিত করলো এমিরেটস
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ