X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

সুবর্ণজয়ন্তীতে কথা বলতে পেরে গর্বিত তোফায়েল আহমেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০২১, ২১:৩০আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ২১:৩০

স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে এসে সংসদে দাঁড়িয়ে কথা বলতে পেরে গর্ব অনুভব করার কথা বলেছেন আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা ও সিনিয়র সংসদ সদস্য তোফায়েল আহমেদ।

বুধবার (২৪ নভেম্বর) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সংসদের বিশেষ আলোচনায় অংশ নিয়ে প্রথম জাতীয় সংসদের সদস্য তোফায়েল আহমেদ বলেন, ‘আমাদের সময় শেষ। আমার গর্ব যে, আমি সংসদে দাঁড়িয়ে বঙ্গবন্ধুকে স্মরণ করতে পারছি। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সংসদে দাঁড়িয়ে কথা বলার দুর্লভ সুযোগ পেয়েছি।’

তিনি বলেন, ‘পাকিস্তানিরা বঙ্গবন্ধুকে হত্যা করতে পারেনি। করেছে বাঙালিরা। মীর জাফররা কোনও কোনও দেশের প্ররোচনায় বঙ্গবন্ধুকে হত্যা করেছে।’

তোফায়েল আহমেদ বলেন, ‘বঙ্গবন্ধুর জন্ম না হলে আজও  পাকিস্তানিদের দাসত্ব করতে হতো। এখন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দেশ পরিচালনা করছেন। আন্তর্জাতিক বিশ্বে তিনি বাংলাদেশকে মর্যাদার আসনে আসীন করেছেন। আজকে গ্রামে অন্ধকার নেই, আলোকিত। রাস্তাঘাট পাকা। গ্রাম এখন শহরে রূপান্তরিত হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে। পাকিস্তানের বুদ্ধজীবীরা এখন বলছেন, পাকিস্তানকে সুইডেন নয়, বাংলাদেশ বানিয়ে দাও।’   

বুধবার জাতীয় সংসদে সাধারণ আলোচনার জন্য প্রস্তাব তোলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে সংসদে স্মারক বক্তৃতা দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সরকারি দলের সিনিয়র সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, ‘বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বঙ্গবন্ধু মানে স্বাধীনতা। বঙ্গবন্ধুর জন্ম না হলে এখনও পাকিস্তানিদের গোলাম হয়ে থাকতে হতো। মানুষকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন বঙ্গবন্ধু। তিনি জীবনে কারও কাছে মাথা নত করেননি।’

সরকারি দলের বেনজীর আহমেদ বঙ্গবন্ধু হত্যার জন্য বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং খন্দকার মোশতাক আহমেদের মরণোত্তর বিচার দাবি করে বলেন, ‘জিয়াউর রহমান ও মোশতাকের মরণোত্তর বিচার করা হোক। তদন্ত করা হোক। বিশ্ববাসীর কাছে তাদেরকে তুলে ধরা হোক। জিয়া পাকিস্তানি এজেন্ট ছিলেন। তিনি আবার পাকিস্তান কনফেডারেশনে যেতে চেয়েছিলেন।’

জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ বলেন, ‘আজকে বুদ্ধিজীবীরা গণতন্ত্রে কথা বলে। টকশোতে গেলে গণতন্ত্রের কথা শুনতে হয়। যেদিন বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, সেদিন গণতন্ত্র কোথায় গেলো? শিশু রাসেলকে যখন হত্যা করা হরৈা, তখন কোথায় গণতন্ত্র ছিল? এসব ধান্দাবাজরা এখনও আছেন।’

তিনি বলেন, ‘দেশ স্বাধীন না হলে পদ্মা সেতু হতো না। কর্ণফুলী টানেল হতো না। আমরা এমপি হতাম না। এত লোক সচিব হতো না।’

আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টির সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, ‘জাতির পিতাকে হত্যার মধ্য দিয়ে শুধু দেশকে পিছিয়ে দেওয়া হয়নি। সাম্প্রদায়িক পাকিস্তানি রাজনীতির বিষফল রোপণ করা হয়েছে। সাম্প্রতিক দুর্গা পূজার সময় আমরা সেটা দেখেছি। বাংলাদেশের ৫০ বছরে আমরা চাই দুর্নীতিমুক্ত, সাম্প্রদায়িকতাবিহীন দেশ। আমরা আশা করি, বাংলাদেশে যাতে ন্যায়বিচার প্রতিষ্ঠা পায়।’

জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘বঙ্গবন্ধু কয়েকবার দেশ স্বাধীন করেছেন। প্রথমবার যুদ্ধ ঘোষণা করে। দ্বিতীয়বার বিভিন্ন দেশে ঘুরে স্বিকৃতি আদায় করে। আর তৃতীয়বার যখন ইন্দিরা গান্ধীকে বললেন, বাংলাদেশ থেকে ভারতের সেনা তুলে নেওয়ার জন্য।’

স্বাধীনতার ৫০ বছর পর বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘এসব প্রতিষ্ঠান কার্যকর করতে হবে। আমরা বিভাজিত জাতি চাই না। আমরা শাহবাগ-হেফাজত চাই না। এক জাতি চাই। অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন জাতি চাই।’ শামীম বলেন, ‘পাকিস্তান বলছে, ভারতের ষড়যন্ত্রে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এটা সত্য নয়। আবার ভারতীয় অনেক লিটারেচারে দেখা যাচ্ছে, মুক্তিযুদ্ধকে ভারত-পাকিস্তানের যুদ্ধ হিসেবে দেখা হচ্ছে। বলা হচ্ছে, তৃতীয় ইন্দো-পাক যুদ্ধ। যা সত্য নয়। এটা আমাদের জাতীয়তার উত্থান।’

জাতির পিতার হত্যাকে ‘কলঙ্ক’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘আমাদের জন্য গর্ব হচ্ছে,  প্রধানমন্ত্রী বিচারিক প্রক্রিয়ায় বঙ্গবন্ধু হত্যার বিচার করেছেন। বাঙালিরা কখনও মার্সেনারি সোলজার ছিল না। তারা চিত্রকর ছিল, কবি ছিল। বাঙালিকে যুদ্ধ করতে শিখিয়েছেন বঙ্গবন্ধু।’

 

 

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
সংরক্ষিত আসনের ১৬ শতাংশ এমপির পেশা রাজনীতি
বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সংসদীয় কূটনীতিকে কাজে লাগাতে হবে: স্পিকার
কোথাও কোথাও নির্বাচনের ফলাফল পূর্বনির্ধারিত ছিল: সংসদে জিএম কাদের
সর্বশেষ খবর
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়