X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

চাঁদপুরে মন্দিরে হামলা-সংঘর্ষ: বিচার বিভাগীয় তদন্ত শুরু

চাঁদপুর প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২১, ২২:৫৫আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ২২:৫৫

চাঁদপুরের হাজীগঞ্জে গত ১৩ অক্টোবর রাতে মিছিল থেকে কয়েকটি মন্দিরে হামলা ও পরবর্তী সময়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

হাইকোর্টের নির্দেশ অনুযায়ী বুধবার (২৪ নভেম্বর) চাঁদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সামছুল আলমের নেতৃত্বে এ তদন্ত শুরু হয়েছে। আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত এই তদন্ত চলবে।

তদন্তকালে আরও উপস্থিত ছিলেন- চাঁদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কফিল উদ্দিন ও পিবিআইয়ের দুজন ইন্সপেক্টর।

ঘটনা তদন্তকারী দলের প্রধান চাঁদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সামছুল আলম সাংবাদিকদের বলেন, ‘গত ১৩ অক্টোবর হাজীগঞ্জে সহিংসতার ঘটনা ঘটে। সেই ঘটনার তদন্তে হাইকোর্টের নির্দেশে আমরা তদন্ত করতে আসি।’

এর আগে, মন্দিরে হামলার ঘটনায় তদন্ত চেয়ে জনৈক অনুপ কুমার সাহা গত ২৮ অক্টোবর হাইকোর্টে রিট পিটিশন করেন। সেই রিটের আলোকে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার আদালত ঘটনাটির বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন।

গত ১৩ অক্টোবর হাজীগঞ্জে মন্দিরে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশের গুলিতে ঘটনাস্থলে তিন, হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর এক এবং ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনসহ মোট পাঁচ জনের মৃত্যু হয়। ঘটনার পর হাজীগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে দুটি ও ক্ষতিগ্রস্ত মন্দির কর্তৃপক্ষ বাদী হয়ে আটটি মামালা করে।

হাজীগঞ্জ থানার ওসি (তদন্ত) ইব্রাহীম খলিল জানান, ১০ মামলায় প্রায় পাঁচ হাজার জনকে আসামি করা হয়েছে। বুধবার পর্যন্ত আটক হয়েছে ১০২ জন।

/এফআর/
সম্পর্কিত
কৃষিজমি সুরক্ষা ও ব্যবহার আইন দ্রুত পাস করতে সংসদকে হাইকোর্টের পরামর্শ
হত্যা মামলায় ট্রান্সকম গ্রুপের দুই কর্মকর্তার জামিন
রমনায় বোমা হামলা মামলা: আপিল ও ডেথ রেফারেন্স শুনানি কবে?
সর্বশেষ খবর
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া