X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সোনারগাঁয়ে নৌকা-লাঙলের সমর্থকদের সংঘর্ষে আহত ২০

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২১, ২০:১৯আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ২০:১৯

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকালে উপজেলার জামপুর ইউনিয়নের বস্তল এলাকায় এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৮-১০ রাউন্ড গুলি ছোড়ে পুলিশ। পরে অস্ত্রসহ পারভেজ নামে এক যুবককে এলাকাবাসী আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। এ ছাড়া আরও পাঁচ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার বিকালে জামপুর ইউনিয়নে লাঙল প্রতীকের প্রার্থী আশরাফুল আলম মাকসুদ ভুইয়া নেতাকর্মী নিয়ে নির্বাচনি এলাকায় প্রচারণায় বের হন। বস্তল এলাকায় আসলে নৌকার সমর্থকরা মাকসুদের গাড়ির থামিয়ে নেতাকর্মীদের মারধর করে। নৌকার প্রার্থী হুমায়ুন কবির ভূঁইয়া ঘটনাস্থলে আসলে মাকসুদ ভুইয়ার এক সমর্থক গুলি ছোড়ে।

এরপর হুমায়ুন কবিরের সঙ্গে থাকা নেতাকর্মীরা মাকসুদের সমর্থকদের ওপর হামলা চালায়। উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ছোড়ে পুলিশ।  

খবর পেয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খ অঞ্চল) শেখ বিল্লাল হোসেন, সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) গোলাম মোস্তফা মুন্না ও থানার ওসি হাফিজুর রহমান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টার করেন।

সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে ৮-১০ রাউন্ড গুলি ছোড়া হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। পারভেজকে মুমূর্ষু অবস্থায় আটক করা হয়েছে। এ ছাড়া সংঘর্ষে জড়িত থাকায় পাচঁ জনকে আটক করা হয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খ অঞ্চল) শেখ বিল্লাল হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
বর্জনকারীদের ‘অনুসারীরাও’ ভোটে, সহিংসতার শঙ্কা দেখছে না ইসি
বেতনের দাবিতে ঢাকা-মুন্সীগঞ্জ সড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ
ব্রাহ্মণবাড়িয়ায় ধান শুকানোর জমি নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা