X
শুক্রবার, ০৩ ডিসেম্বর ২০২১, ১৭ অগ্রহায়ণ ১৪২৮

সেকশনস

বাংলাদেশ-পাকিস্তান টেস্ট ম্যাচ শুরু ‘রাত ১০টায়’!

আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ২২:০৩

শুক্রবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে প্রথম টেস্ট মাঠে গড়াবে। ম্যাচটি সকাল ১০টায় শুরু হওয়ার কথা থাকলেও প্রথম দিনের টিকিটের গায়ে লেখা ম্যাচ শুরু রাত ১০টায়! বিসিবির টিকিটিং কমিটির উদাসীনতায় এমন অদ্ভুত ভুল হয়েছে।

টিকিটের গায়ে মূলত ‘এএম’ ও ‘পিএম’-এই ভুল করেছে টিকিটিং কমিটি। টিকিটের গায়ে ম্যাচের সময় ১০ এএম এর জায়গায় লেখা ১০ পিএম। ম্যাচ শুরুর সূচির সঙ্গে টিকিটে দেওয়া সূচির পার্থক্য পাক্কা ১২ ঘণ্টা। টিকিট ছাপানো বিতরণ ও বিক্রি পুরো প্রক্রিয়াটি হয় বোর্ডের অধীনে। তাই টিকিটে কী লেখা থাকবে না থাকবে সেখানে ভুল হলে সেটি বোর্ডের ওপরই বর্তায়। শুধু প্রথম দিনের টিকিটে ভুল নয়, পুরো ৫ দিনের টিকিটেই এমন ভুতুড়ে ভুল হয়েছে।

এ বিষয়ে বিসিবির এক পরিচালক বাংলা ট্রিবিউনকে বলেন, এটা খুবই দুঃখজনক।  বারবার এমন ভুলে বিসিবির সুনাম নষ্ট হচ্ছে। সংশ্লিষ্টদের আরও সচেতন হয়ে কাজ করতে হবে। পুরো ব্যাপারটি জেনে এ ব্যাপারে আমরা করণীয় ঠিক করবো।

শুধু এবারই নয়, এসময় অদ্ভুত সব ভুল হয়েছে আরও। গত ২২ নভেম্বর শেষ টি-টোয়েন্টিতে অভিষেক হয় পেসার শহীদুল ইসলামের। গুরুত্বপূর্ণ মুহূর্তে এমন মূল্যবান উইকেট শিকার করায় বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজেও শহীদুলের ছবি দিয়ে শুভেচ্ছা জানানো হয়। কিন্তু বিতর্ক ঠিক ওই ছবিটি নিয়েই। কারণ, গ্রাফিক্সের কারসাজিতে সাকিবের শরীরে শহীদুলের মাথা বসানো হয়েছিল।

/আরআই/এমআর/

সম্পর্কিত

ধনাঞ্জয়ার সেঞ্চুরিতে গলে শ্রীলঙ্কার দাপট

ধনাঞ্জয়ার সেঞ্চুরিতে গলে শ্রীলঙ্কার দাপট

ইয়াসিরের কাছে চট্টগ্রাম টেস্ট ভয়-কষ্টের ‘মিক্সড ফিলিংস’

ইয়াসিরের কাছে চট্টগ্রাম টেস্ট ভয়-কষ্টের ‘মিক্সড ফিলিংস’

বাংলাদেশ দলের নিউজিল্যান্ড যাত্রা ও কোয়ারেন্টিনের সময় জানালো বিসিবি

বাংলাদেশ দলের নিউজিল্যান্ড যাত্রা ও কোয়ারেন্টিনের সময় জানালো বিসিবি

ভারতে জিতেই চলেছে বাংলাদেশের যুবারা

ভারতে জিতেই চলেছে বাংলাদেশের যুবারা

quiz
সর্বশেষসর্বাধিক
© 2021 Bangla Tribune