X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

মেয়র আব্বাসের বহিষ্কার-গ্রেফতার দাবিতে উত্তাল রাজশাহী

রাজশাহী প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২১, ২২:৩৪আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ২২:৩৪

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নিয়ে বিতর্কিত এবং সিটি করপোরেশনের মেয়র ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটনকে নিয়ে অশ্লীল মন্তব্য করা কাটাখালী পৌর মেয়র আব্বাস আলীর বিরুদ্ধে এখন উত্তাল রাজশাহী।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। বিক্ষুব্ধ কর্মী-সমর্থকরা আব্বাসকে অনতিবিলম্বে গ্রেফতার, বহিষ্কার ও মেয়র পদ থেকে অপসারণের দাবি জানিয়েছেন। একইসঙ্গে এ পৌর মেয়রকে রাজশাহীতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে একটি রেস্টুরেন্টে রাজশাহীর পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আয়েন উদ্দিন সংবাদ সম্মেলন করেন। বঙ্গবন্ধুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করায় মেয়র আব্বাস আলীকে আইনের আওতায় এনে রাষ্ট্রীয়ভাবে শাস্তির দাবি জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে আয়েন উদ্দিন বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির অনুভূতি ও আবেগের জায়গা। তাকে নিয়ে কটূক্তি ও অশোভন মন্তব্য করা রাষ্ট্রদ্রোহিতার শামিল। বঙ্গবন্ধুকে নিয়ে আব্বাসের এমন কটূক্তি ও অবমাননাকর মন্তব্যে সারাদেশের মানুষ চরমভাবে মর্মাহত। তার ধৃষ্টতাপূর্ণ অশালীন মন্তব্যের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ থেকে আজীবনের জন্য শুধু বহিষ্কারও নয়, দ্রুত গ্রেফতারসহ রাষ্ট্রীয়ভাবে তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। শুক্রবার বিকালে জেলা আওয়ামী লীগের জরুরি সভা আছে। সেই সভায় মেয়র আব্বাসের সদস্য পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।’

কাটাখালী পৌরসভা আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভ

তিনি বলেন, ‘জনপ্রতিনিধিদের গ্রেফতার করতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমতি লাগে। আমি প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। প্রক্রিয়া চলছে। দ্রুত গ্রেফতার হয়ে যাবে। রাজশাহীর প্রবেশ মুখে যে গেট এবং সেখানে জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণে প্রতিহতের ঘোষণা দিয়েছে মেয়র আব্বাস। সেই গেট এবং বঙ্গবন্ধুর ম্যুরাল আমি নির্মাণের ব্যবস্থা নেবো। ইতোমধ্যে এর প্রক্রিয়া শুরু হয়েছে। যেহেতু সিটি করপোরেশনের তিন দিকই আমার নির্বাচনি এলাকা সেহেতু বঙ্গবন্ধুর ম্যুরালসহ তিনিটি প্রবেশ গেটই করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। মেয়র পদ থেকে আব্বাস আলীকে সরাতে কাটাখালী পৌরসভার কাউন্সিলররা তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে আসছেন।’

এদিকে, আব্বাসকে দল ও মেয়রের পদ থেকে অপসারণের দাবি জানিয়েছে রাজশাহী মহানগর আওয়ামী লীগ। আজ বেলা ১১টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে মহানগর আওয়ামী লীগের নেতারা বলেন, এ এইচ এম খায়রুজ্জামান লিটন রাজশাহী মহানগরীকে আধুনিক তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলতে প্রবেশদ্বারে জাতির পিতার ম্যুরাল স্থাপনের পাশাপাশি সৌন্দর্য বর্ধনের পরিকল্পনা নিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধুর ম্যুরালকে নিয়ে আব্বাসের ঔদ্ধত্যপূর্ণ ও অবমাননাকর মন্তব্য জাতি সমর্থন করে না। তার এমন কুরুচিপূর্ণ মন্তব্য দেশের সুষ্ঠু রাজনীতির পরিবেশকে অস্থিতিশীল করতে ইন্ধন জোগাবে বলে মনে করে রাজশাহী মহানগর আওয়ামী লীগ।

আব্বাস আলীর ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের কাউন্সিলররা। বুধবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় এক বিবৃতিতে তারা তীব্র নিন্দা জানিয়ে আব্বাস আলীকে গ্রেফতারের দাবি জানান।

রাজশাহী মহানগর বীর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কমান্ডার ডা. আব্দুল মান্নান বলেন, ‘মুক্তিযোদ্ধারা বেঁচে থাকতে স্বাধীনতাবিরোধীদের চক্রান্ত বাস্তবায়ন হবে না। বঙ্গবন্ধুর ম্যুরাল নিয়ে ধৃষ্টতা দেখানো কাটাখালীর পৌর মেয়র আব্বাস আলীকে অবিলম্বে দল থেকে বহিষ্কার করে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। এ দেশে পাকিস্তানি ভাবধারার এজেন্ডা বাস্তবায়নে আওয়ামী লীগের ভুঁইফোড় কিছু নেতা গোপনে কাজ করছে। এরা কোথায় সাহস পাচ্ছে এমন ধৃষ্টতা দেখানোর? এদের পেছনে নিশ্চয়ই ওই জামায়াত-শিবিরের ইন্ধন রয়েছে। তাদের এই হীন উদ্দেশ্য কখনোই বাস্তবায়ন হতে দেওয়া যাবে না।’

বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের মানববন্ধন

রাজশাহীর কবিকুঞ্জ ও মহানগর বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন প্রামাণিক বলেন, ‘অত্যন্ত দুঃখ নিয়ে আজ মুক্তিযোদ্ধাদের রাজপথে নামতে হয়েছে। খোলস পাল্টিয়ে স্বাধীনতাবিরোধীরা সক্রিয় রয়েছে। সরকার ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। যেখানে আব্বাসের মতো আওয়ামী লীগের অনুপ্রবেশকারীরা ষড়যন্ত্রের অংশ কি-না, তা খতিয়ে দেখতে হবে।

এ ছাড়া রাজশাহীতে বিভিন্ন সংগঠনের ব্যানারে মেয়র আব্বাসের বিরুদ্ধে ঝাড়ু মিছিল, কুশপুতুল দাহ, অবাঞ্ছিত ঘোষণাসহ নানান কর্মসূচি পালন করেছে বিক্ষুব্ধরা।

বঙ্গবন্ধুর ম্যুরাল নিয়ে সোমবার (২২ নভেম্বর) রাত থেকে পৌর মেয়র আব্বাসের কটূক্তিমূলক বক্তব্য অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এক মিনিট ৫১ সেকেন্ডের অডিও ক্লিপে মেয়র আব্বাসকে বলতে শোনা যায়, ‘ওই গেটটি দ্রুত নির্মাণ হবে। তবে আমরা যে ফার্মকে কাজটি দিয়েছি, তারা গেটের ওপরে বঙ্গবন্ধুর যে ম্যুরাল বসানোর ডিজাইন দিয়েছে, সেটি ইসলামী দৃষ্টিতে সঠিক না। তাই আমি সেটিকে বাদ দিতে বলেছি।’

আরও শোনা গেছে, ‘যেভাবে বুঝেছে তাতে আমার মনে হইছে, ম্যুরালটা হইলে আমার ভুল হয়ে যাবে। এ জন্য চেঞ্জ করছি। এই খবরটাও যদি আবার যায় রাজনীতি শুরু হয়ে যাবে। ওই বঙ্গবন্ধুর ম্যুরাল দিতে চাইয়া দিচ্ছে না! বঙ্গবন্ধুকে খুশি করতে যাইয়া নারাজ করব নাকি? এইডা লিয়েও রাজনীতি করবে কিন্তু আমি শিওর।’

/এফআর/
সম্পর্কিত
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
কোরআন পোড়ানোর অভিযোগে যুবক গ্রেফতার
ঈদের ছুটিতে ভ্রমণের আড়ালে ইয়াবা পাচার, গ্রেফতার ২
সর্বশেষ খবর
সিরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইসরায়েলের হামলা
সিরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইসরায়েলের হামলা
পিছিয়ে থেকেও ব্রাজিলিয়ান-গ্রানাডিয়ানের গোলে আবাহনীর দারুণ জয়
পিছিয়ে থেকেও ব্রাজিলিয়ান-গ্রানাডিয়ানের গোলে আবাহনীর দারুণ জয়
শিশু হাসপাতালে আগুন: পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন
শিশু হাসপাতালে আগুন: পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন
অটোরিকশায় বাসের ধাক্কা, স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত
অটোরিকশায় বাসের ধাক্কা, স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!