X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বাড়িতে চুরি, দুই পরিবারের ৭ জন হাসপাতালে

পটুয়াখালী প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২১, ১৭:৩৪আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১৭:৩৪

পটুয়াখালীতে দুই পরিবারের সবাইকে অচেতন করে স্বর্ণালংকারসহ অন্তত সাত লাখ টাকার মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৬ নভেম্বর) সকালে ওই দুই পরিবারের সাত জনকে অচেতন অবস্থায় উদ্ধার করে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে এক জনের জ্ঞান ফিরেছে। বাকিরা এখনও অচেতন।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাত ১১টার দিকে সদর উপজেলার বদরপুর ইউনিয়নের খলিসাখালী গ্রামের সুশিল কুমারের বাড়িতে অভিনব কায়দায় এ চুরির ঘটনা ঘটে।

হাসপাতালে চিকিৎসাধীনরা হলেন- সুশান্ত কুমার পাল (৪৮), সুবিতা রানী (৪২), সুদীপ্ত কুমার পাল (১৯), সুজাতা পাল (১৮), সিবু পাল (৫০), নলিতা রানী (৪০) ও উষা রানী (৬০)।

জ্ঞান ফিরলেও এখনও চিকিৎসাধীন রয়েছেন সুদীপ্ত কুমার পাল। তিনি বলেন, ‘বৃহস্পতিবার রাত ৮টার দিকে আমার বোন সুজাতা ভাত খাওয়ার পরে অসুস্থ হয়ে পড়ে। কয়েকবার বমি করার পরে বিষয়টি আমার বাবাকে জানালে সে দোকান থেকে ওষুধ নিয়ে আসে। ওষুধ খাওয়ার পরে সুজাতা ঘুমিয়ে যায়। পরে আমারা ১০টার দিকে খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে যাই। কিন্তু ঘুমাতে বিছানায় ঠিকমতো যেতে পারছিলাম না। শনিবার সকালে স্থানীয়রা আমাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।’

বাড়িতে চুরি, দুই পরিবারের ৭ জন হাসপাতালে

তিনি আরও বলেন, ‘ঘরের দরজা ভেতর থেকে দেওয়া ছিল। যারা খাবারের সঙ্গে অচেতন করার ওষুধ দিয়েছে তারা ঘরের মধ্যে কোথাও লুকিয়ে ছিল বলে মনে হচ্ছে। আমারা খাবার খেয়ে অচেতন হওয়ার পর তারা নগদ টাকা ও স্বর্ণালংকার সব কিছু নিয়ে পালিয়ে গেছে।’

তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে সুদীপ্তের বাবা সুশান্ত কুমার পাল ব্যাংক থেকে টাকা তোলেন। কোন ব্যাংক থেকে এবং কত টাকা তোলেন বিষয়টি জানা যাবে তার (সুশান্ত কুমার পাল) জ্ঞান ফেরার পর।

সুশান্ত কুমার পালের বাবা সুশিল কুমার পাল বলেন, ‘ঘটনার সময় আমরা পাশের ঘরে ছিলাম। রাত সাড়ে ১০টার দিকে সিবু পাল ভাত খেয়ে রাস্তায় গিয়ে কয়েকবার বমি করে। তার অবস্থা এতটাই খারাপ ছিল যে ঠিকভাবে ঘরে যেতে পারছিল না। তখন আমরা বিষয়টি গুরুত্ব দেইনি, ভাবছি ভালো মানুষ ভাত খেয়েছে পেটে কোনও সমস্যা হয়েছে। সকালে ঘরের দরজা খোলা ছিল, অনেক বেলা হওয়ার পরও কেউ ঘুম থেকে উঠছে না। পরে তাদের ঘরে গিয়ে দেখি এ অবস্থা। শোকেসের চাবি সুশান্তের পকেটে ছিল। ওই চাবি না পেয়ে বা চাবি নেওয়ার সময় চোররা তাকে মারধর করেছে।’

দুর্বৃত্তরা কী কী মালামাল নিয়ে গেছে তা সবার জ্ঞান না ফেরা পর্যন্ত সঠিকভাবে বলা যাচ্ছে না। তবে স্বজনদের ধারণা, দুই ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ৭/৮ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।

পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এফআর/
সম্পর্কিত
হাসপাতালের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১০ জনের বিরুদ্ধে দুদকের মামলা
চুরি করা গরুসহ ট্রাক থামিয়ে পালিয়ে যায় চোরেরা, আগুন ধরিয়ে দিলো জনতা
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সর্বশেষ খবর
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
পিএসজির অপেক্ষা বাড়িয়ে দিলো মোনাকো
পিএসজির অপেক্ষা বাড়িয়ে দিলো মোনাকো
অস্ট্রেলিয়ার সৈকতে আটকা পড়েছে শতাধিক পাইলট তিমি
অস্ট্রেলিয়ার সৈকতে আটকা পড়েছে শতাধিক পাইলট তিমি
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি