X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

‘ডা. মিলন কিশোর বয়স থেকেই জাসদের সঙ্গে যুক্ত ছিলেন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০২১, ১৭:৪৫আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১৭:৪৫

বাংলাদেশের রাজনীতিতে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের অবদানের কথা তুলে ধরেছেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার। তিনি বলেন, শহীদ ডা. শামসুল আলম খান মিলনের আত্মবলিদানের মধ্য দিয়েই এরশাদ স্বৈরাচারবিরোধী গণআন্দোলন ’৯০ এর ঐতিহাসিক গণঅভ্যুত্থানে পরিণত হয়েছিল। গণআন্দোলন এবং গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরশাসকের পরাজয় ও জনগণের ঐতিহাসিক বিজয় অর্জিত হয়েছিল।’

শহীদ ডা. মিলনের ৩১তম ‘হত্যাবার্ষিকী’ উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শুক্রবার (২৬ নভেম্বর) বিকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় শিরীন আখতার এসব কথা বলেন।

তিনি বলেন, ‘শহীদ ডা. মিলন কিশোর বয়সে ছাত্রজীবন থেকেই জাসদের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলেই সামরিক শাসনবিরোধী গণতান্ত্রিক আন্দোলন ও সমাজ পরিবর্তনের আন্দোলনে জীবন বাজি রেখে লড়াই করার সাহস দেখাতে পেরেছিলেন।’

শিরীন আখতার বলেন, ‘ডা. মিলনসহ অসংখ্য শহীদের আত্মবলিদানের মধ্য দিয়ে সামরিক শাসনের পরজয় হলেও গণতন্ত্র এখনও প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেনি; বরং বাংলাদেশবিরোধী সাম্প্রদায়িক-মৌলবাদী-জঙ্গিবাদী গোষ্ঠী প্রতিনিয়ত খোদ বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্বের ভিত্তিতে আঘাত করছে। সংবিধানকে চ্যালেঞ্জ করছে। বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধ পরিচালনা করছে।’

জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নূরুল আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার, সহ-সভাপতি ফজলুর রহমান বাবুল, বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী প্রমুখ।

 

/এসটিএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
অতিরিক্ত মদপানে লেগুনাচালকের মৃত্যু
অতিরিক্ত মদপানে লেগুনাচালকের মৃত্যু
পূজা শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় বাবা-ছেলে নিহত
পূজা শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় বাবা-ছেলে নিহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া