X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

আলোচনায় সিমলা, ফ্রি দেখতে পারেন ‘নিষিদ্ধ’ ছবিটি (ভিডিও)

বিনোদন রিপোর্ট
২৬ নভেম্বর ২০২১, ১৮:০০আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১৪:৫৯

সিমলা অভিনীত শেষ ছবি ‘নিষিদ্ধ প্রেমের গল্প’। নামের মতোই, ছবিটি নিষিদ্ধ হয় বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে। তাতে দমে যায়নি নির্মাতা রুবেল আনুশ। সাহস দেখিয়ে মুক্তি দিয়েছেন ইউটিউব চ্যানেল। প্রকাশের পর থেকে ভালোই সাড়া মিলছে দর্শকদের পক্ষ থেকে। কেউ কেউ আবার মিল খুঁজে নিচ্ছেন মনিকা বেলুচ্চির ‘ম্যালেনা’ ছবিটির সঙ্গে। তবে ছবিটির কমেন্ট বক্স পড়লে মোটা দাগে এটুকু স্পষ্ট, ছবিটি থেকে তৃপ্ত দর্শক।  

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) লাইভ রেডিও নামক ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে ছবিটি। মুক্তির এদিনের মাথায় (২৬ নভেম্বর সন্ধ্যা ৬টা নাগাদ) ছবিটি ৭০ হাজার ভিউয়ের ঘর অতিক্রম করেছে। আশা করা হচ্ছে রাত পোহানোর আগেই তা ১ লাখ ভিউয়ের ঘর অতিক্রম করবে। 

পরিচালক আনুশ বলেন, ‘আশা তো ছিলো ছবিটি মানুষদের সিনেমা হলে দেখাবো। এখন যেহেতু সেন্সর বোর্ডের বিজ্ঞ সদস্যরা ছাড়পত্র দিতে অস্বীকৃতি জানিয়েছেন, তাই ইউটিউবে মুক্তি দিলাম। সেখানে যেভাবে দর্শকদের সাড়া পেয়েছি, তা আমরা কেউই আশা করিনি।। আমরা সবার কাছে কৃতজ্ঞ।’ 

তিনি আরও বলেন, ‘আমার কাছে মনে হয়েছে সেন্সর বোর্ডের আদেশের বিরুদ্ধে আপিল করে কোনও লাভ হবে না। আর আমরা ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দিতে চেয়েছিলাম। কিন্তু কেউই সেন্সর ছাড়পত্র ছাড়া চালাতে রাজি নন। অবশেষে বাধ্য হয়েই ইউটিউবে উন্মুক্ত করে দিলাম।’

রুবেল আনুশ ২০১৪ সালের আগস্টে শুরু করেছিলেন ‘নিষিদ্ধ প্রেমের গল্প’। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিমলা ও মামুন। আরও আছেন মনিরা মিঠু, সোহেল খান, মোহাম্মদ সালমান, নোভাই নোভিয়া, মুনমুন আহমেদ মুন, আকাশ মেহেদি, একে আজাদ সেতু, শিমুল খান প্রমুখ।

ছবিটি প্রযোজনা করেছে আনুশ ফিল্মস। সহ-প্রযোজক রেড পিকচার্স।

/এমএম/
সম্পর্কিত
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গানের নাম ‘টাকা দ্য পা পা পা’! (ভিডিও)
গানের নাম ‘টাকা দ্য পা পা পা’! (ভিডিও)
গানচিত্র নির্মাণে সিনেমার প্রযোজক!
গানচিত্র নির্মাণে সিনেমার প্রযোজক!
বিনোদন বিভাগের সর্বশেষ
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
মা হারালেন বেবী নাজনীন
মা হারালেন বেবী নাজনীন