X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ভ্যানের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, সেনা সদস্যসহ নিহত ২

নোয়াখালী প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২১, ১৬:৫৭আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১৬:৫৭

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের আবদুল্লাহ মিয়ার হাট স্কুল সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় এক সেনা সদস্যসহ দুজন নিহত হয়েছেন। শনিবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় বৈদ্যুতিক খুঁটিবাহী ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন- সেনা সদস্য রেদোয়ান হোসেন ওরফে মিশু তফাদার (২০) ও তার ভগ্নিপতি মো. শরীফ হোসেন (২৮)। নিহত সেনা সদস্য জেলার চাটখিল উপজেলার সুন্দরপুর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে। তার কর্মস্থল ৮ সিগন্যাল ব্যাটালিয়ন সিলেট। ভগ্নিপতি মো. শরীফ হোসেন সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের পূর্ব এওজবালিয়া গ্রামের মান্নাননগর এলাকার নাজিম উদ্দিনের ছেলে।

চরজব্বর থানার এসআই মো. রিমন মিয়া জানান, শুক্রবার (২৬ নভেম্বর) সিলেট থেকে পাঁচ দিনের ছুটিতে জেলার সদর উপজেলার মান্নাননগর এলাকায় বোনের বাড়িতে আসেন। শনিবার সকালে তিনি ভগ্নিপতি শরীফ হোসেনকে নিয়ে সুবর্ণচর উপজেলার জোবায়ের বাজারে অবস্থিত সেনাবাহিনীর এসএলবি ক্যাম্পের উদ্দেশে মোটরসাইকেলযোগে রওনা দেন। মোটরসাইকেলটি আবদুল্লাহ মিয়ারহাট এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটিবাহী ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা রেদোয়ান হোসেন ও শরীফ হোসেন গুরুতর আহত হন। 
তিনি আরও জানান, স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেনা সদস্যকে মৃত ঘোষণা করেন। শরীফের অবস্থা অবনতি হলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে দুপুর আড়াইটার দিকে মারা যান।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম বলেন, ‘দুর্ঘটনায় নিহত সেনা সদস্যের মাথায় আঘাত লেগেছিল। আহত ব্যক্তিকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। খবর পেয়েছি সেও পথে মারা গেছে।’

/এফআর/
সম্পর্কিত
থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
দুই বাসের রেষারেষিতে ট্রাফিক কনস্টেবল আহত
বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
সর্বশেষ খবর
নড়াইলে ‘সুলতান মেলা’ উপলক্ষে আর্ট ক্যাম্প
নড়াইলে ‘সুলতান মেলা’ উপলক্ষে আর্ট ক্যাম্প
লোকসভা নির্বাচন: রাস্তার দাবিতে ভোট বয়কট করলেন গ্রামবাসী
লোকসভা নির্বাচন: রাস্তার দাবিতে ভোট বয়কট করলেন গ্রামবাসী
ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে কাল নাগরিক সভা
ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে কাল নাগরিক সভা
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!