X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

নৌকার প্রার্থীর পক্ষে নির্বাচন না করায় ৮ জনকে বহিষ্কার

বগুড়া প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২১, ১৮:৩১আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১৮:৩১

বগুড়ার ধুনট উপজেলার দশ ইউনিয়নে রবিবার নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীর পক্ষে ভোট না করার অভিযোগে আট নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহিনুর রহমান ও সাধারণ সম্পাদক মোজাফফর রহমান স্বাক্ষরিত পত্রে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

বহিষ্কৃতরা হলেন– এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি লিপটন মাহমুদ, ত্রাণ বিষয়ক সম্পাদক আবদুল আলিম, সদস্য আবদুর রশিদ মণ্ডল, বিশা মণ্ডল, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী মণ্ডল, ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন আকন্দ, ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আলিম ও ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান।

এ ব্যাপারে লিপটন মাহমুদ বলেন, ‘তিন বারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান এমএ তারেক হেলাল গত ১৫-২০ বছর ধরে এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি ধুনট উপজেলা আওয়ামী লীগের আগামী সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন। এ কারণে ধুনট উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক আবদুল হাই খোকন তাকে পথের কাঁটা ভেবেছেন। তাই নির্বাচনের কয়েক মাস আগেই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে (তারেক) দল থেকে বহিষ্কার করেন। এরপর এক ব্যক্তিকে নৌকার মনোনয়ন পাইয়ে দেন। এমএ তারেক হেলাল দীর্ঘদিনে এলাঙ্গী ইউনিয়নে আওয়ামী লীগকে সুসংগঠিত করেছিলেন। তাই ত্যাগী নেতাকর্মীরাই তারেকের ভোট করছেন। আর ক্ষমতার অপব্যবহার করে আওয়ামী লীগে ফাটল ধরাতেই নেতাকর্মীদের অন্যায়ভাবে বহিষ্কার করা হচ্ছে।’

অভিযোগের ব্যাপারে এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাফফর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা প্রতীক দিয়েছেন আওয়ামী লীগ নেতা তোজাম্মেলকে। তাই নৌকার বিজয়ের স্বার্থেই বিদ্রোহী নেতাকর্মীদের বহিষ্কার করা হয়েছে।’

ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন– আওয়ামী লীগ মনোনীত ধুনট উপজেলা আওয়ামী লীগের সদস্য তোজাম্মেল হক (নৌকা), আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এমএ তারেক হেলাল (আনারস), বিএনপির স্বতন্ত্র প্রার্থী শামসুদ্দোহা সম্রাট (ঘোড়া), আতাউর রহমান পলাশ (মোটরসাইকেল), ইসলামী আন্দোলনের প্রার্থী আসাদুল শেখ (হাত পাখা) ও স্বতন্ত্র প্রার্থী মাসুদ রানা (চশমা)।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রস্তুত বলী খেলার মঞ্চ, বসেছে মেলা
প্রস্তুত বলী খেলার মঞ্চ, বসেছে মেলা
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
দুই মাসে ব্র্যাক ব্যাংকে আড়াই হাজার কোটি টাকা নিট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন 
দুই মাসে ব্র্যাক ব্যাংকে আড়াই হাজার কোটি টাকা নিট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন 
গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি হয়নি
গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি হয়নি
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা