X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

পাবলিক আমাদের আওয়ামী লীগের দালাল বলে: জাপার চুন্নু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০২১, ১৮:৫৫আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১৯:০৪

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, বিভিন্ন ইস্যুতে সরকারের প্রশংসা করায় পাবলিক এখন আমাদের আওয়ামী লীগের দালাল বলে। আমরা সেই তকমা মুছতে চাই।

শনিবার (২৭ নভেম্বর) জাতীয় সংসদে মহাসড়ক বিল-২০২১ পাসের আলোচনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের পরিপ্রেক্ষিতে মুজিবুল হক অনেকটা হাস্যরস করে এ কথা বলেন।

এর আগে বিলটির জনমত যাচাইয়ের বক্তৃতায় সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আমাদের দেশে আমরা যত কথা বলি, তত কাজ করি না। যা বিশ্বাস করি, তা পালন করি না। যা পালন করি, তা বিশ্বাস করি না। সমালোচনার জন্য অনেক সময় আমরা শুধু সমালোচনার ঝড় বইয়ে দেই। প্রশংসার বিষয়গুলোকে আমরা নিদারুণভাবে উপেক্ষা করে যাই। সরকার ক্ষমতায় আছে বলে বিরোধী দল কি শুধু সমালোচনাই করবে। সরকারের কি কোনও ভালো কাজ নেই? যখন বক্তব্য দেন তখন কি সেই কাজগুলোর প্রশংসা কেউ করেন?

পরে সংশোধনী প্রস্তাবের আলোচনায় অংশ নেন মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, সড়ক পরিবহনমন্ত্রী দুঃখ করে বলেছেন, আমরা সরকারের ভালো কাজের প্রশংসা করি না। কথাটি সঠিক নয়। সংসদে দেখবেন—আমার এলাকায় যে অল ওয়েদার রাস্তাসহ তিনি যা করেছেন, তার কথা অনেকবার বলেছি। শুধু বলেছেই না, আমাদের সংসদ সদস্যরা সরকারের কথা বলতে গিয়ে এমন অবস্থা হয়েছে যে পাবলিক আমাদের আওয়ামী লীগের দালাল বলে। আর কত বলবো বলেন।

তিনি বলেন, আমরা এখন দালালি নামটা মুছতে চাই। তারপরেও যদি আপনাদের মন না ভরে, তাহলে আর তো কিছু করার নেই।

আর আগে জনমত যাচাই-বাছাইয়ের আলোচনায় অংশ নিয়ে চুন্নু বলেন, মহাসড়ক বিলটি অনেক গুরুত্বপূর্ণ। এই বিলটি অনেকদিন রাস্তায় ঘুরাঘুরি করছে। পাস করার কথা আরও আগে। নানান কারণে পাস হয়নি। আমার বাড়ি কিশোরগঞ্জ, গাজীপুর-টঙ্গী-পাকুন্দিয়া হয়ে আমার যাতায়াতের রাস্তা। গত সাত আট বছর ধরে এই রাস্তা ব্যবহার করতে পারি না—টঙ্গী থেকে গাজীপুর যাওয়া যায় না। ইহজনমে পারবো কিনা—এটি যদি মন্ত্রী মহোদয় বলেন উপকার হয়। বৃহত্তর ময়মনসিংহ ও উত্তরবঙ্গের মানুষ এই রাস্তা দিয়ে যায়। তাদের যে কি দুর্ভোগ, কি যে অসুবিধা তা ভাষায় বলতে পারবো না। ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়—আপনি যদি একদিন সকাল ৮টা ৯টার সময় যান দেখতে পারবেন।

সড়কের নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, বাংলাদেশে সড়কের নিরাপত্তা কি অবস্থায় আছে—সেটা গত কয়েকদিনের পত্রিকায় দেখেন। গত দুইদিনে উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির চালক নেই। কেমন নিরাপত্তা। কেমন মাতবর চালক ১০ হাজার টাকা দিয়ে অন্যলোক দিয়ে গাড়ি চালায়। সেই লোক এসে গাড়ি উঠিয়ে দেয় ছাত্রের উপরে। মানুষ মেরে ফেলে।

এসময় তিনি বলেন, আমার পাশে বসে আছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি (মশিউর রহমান রাঙ্গা)। মালিক সমিতির সভাপতি জাতীয় পার্টির, সাধারণ সম্পাদক আওয়ামী লীগের (এনায়েত উল্লাহ)। শ্রমিক সংগঠনের সভাপতি আওয়ামী লীগের (শাজাহান খান), আর সাধারণ সম্পাদক কমিউনিস্ট পার্টির (ওসমান আলী)। কিছু বলবো যে ভালো করে, কোন সময় জানি কি হয়, ভয়ও পাই তবু বলতে হয়।

জাতীয় পার্টির রুস্তম আলী ফরাজী বলেন, বাসগুলো নির্ধারিত স্টপেজে রাখে না। অযান্ত্রিক যানবাহনগুলোর আলাদা লেন না থাকায় একাকার হয়ে যায়। চালকরা ড্রাগস নেয়। এদেরকে নির্ধারিত সময় অন্তর ডোপ টেস্ট করানো দরকার।

রেজাউল করিম বাবলু বলেন, সব চেয়ে বেশি প্রয়োজন চালকদের ডোপ টেস্ট করা। ডোপ টেস্ট এবং মোবাইলে কথা বলা বন্ধ করা গেলে দুর্ঘটনা অনেকাংশে কমে যাবে।

গাজীপুর সড়কের দুরবস্থা প্রসঙ্গে সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, উন্নয়নের নির্মাণ কাজের একটি যন্ত্রণাও রয়েছে। সেই যন্ত্রণাটা এই সড়কে একটু বেশি হয়েছে। ভোগান্তি হয়ে গেছে। ওই রাস্তার ড্রেনেজ ব্যবস্থা অত্যন্ত খারাপ। বাস র‌্যাপিড ট্রানজিটও বাংলাদেশে প্রথম। একটি কোম্পানি খুব লো প্রাইজে কাজটি নিয়েছে। যে কারণে কাজ করতে গিয়ে তারা ঘাটে ঘাটে আমাদের সমস্যায় ফেলেছে। প্রধানমন্ত্রী সেই দেশের সরকারের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। ফান্ডিংয়ের কিছু সমস্যা ছিল তার সমাধান হয়েছে। আপনাদের বলতে পারি এই বর্ষাই শেষ বর্ষা। আগামী বছর আপনাদের দুর্ভোগ পোহাতে হবে না।

ছাত্রদের কাছে দেওয়া কথা প্রধানমন্ত্রী রেখেছেন। রমিজউদ্দিন কলেজের সেখানে আন্ডারপাস নির্মাণ হয়েছে। এটি উদ্বোধনের অপেক্ষায় আছে।

/ইএইচএস/এমএস/
সম্পর্কিত
কোথাও কোথাও নির্বাচনের ফলাফল পূর্বনির্ধারিত ছিল: সংসদে জিএম কাদের
খুন-অগ্নিসন্ত্রাসের হুকুমদাতাদের কেউ রেহাই পাবে না: প্রধানমন্ত্রী
ঝুঁকিপূর্ণ ভবন উচ্ছেদ অভিযানে সমন্বয়হীনতার অভিযোগ চুন্নুর
সর্বশেষ খবর
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
ফরেন সার্ভিস একাডেমিতে ‘জেনোসাইড কর্নার’ বন্ধ থাকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রীর অসন্তোষ
ফরেন সার্ভিস একাডেমিতে ‘জেনোসাইড কর্নার’ বন্ধ থাকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রীর অসন্তোষ
ইতিহাস বিকৃত করে বিএনপি সফল হয়নি, এখন আবোল-তাবোল বলছে: পররাষ্ট্রমন্ত্রী
ইতিহাস বিকৃত করে বিএনপি সফল হয়নি, এখন আবোল-তাবোল বলছে: পররাষ্ট্রমন্ত্রী
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়