X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

শ্রমিকলীগ নেতাকে কুপিয়ে হত্যা: ২ যুবক রিমান্ডে

টাঙ্গাইল প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২১, ১৯:৩৬আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১৯:৩৬

টাঙ্গাইলে শ্রমিকলীগ নেতা রেজাউল করিম রেজা হত্যা মামলায় গ্রেফতার দুই আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (২৭ নভেম্বর) দুপুরে তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে তোলা হলে বিচারক এ আদেশ দেন।

রিমান্ডপ্রাপ্তরা হলেন- জেলার বাসাইল উপজেলার বাসিন্দা নয়ন ও শাকিল। জানা গেছে, শুক্রবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল সদর থানায় নিহত রেজাউলের ভাই রাশেদুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলাটি করেন। মামলায় শহরের এনায়েতপুর এলাকার হারুন অর রশীদের ছেলে সাজ্জাদ দ্বীপ (২৬), আকুরটাকুর পাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে মো. রবিন মিয়া (২৭), কোদালিয়া এলাকার রফিকুল ইসলামের ছেলে সাজ্জাদ হোসেন এবং একই এলাকার আব্দুল হামিদের ছেলে পাভেল (২৮) সহ আরও ৭-৮ জনকে আসামি করা হয়েছে।

টাঙ্গাইল সদর থানার ওসি মীর মোশারফ হোসেন বলেন, ‘হত্যার ঘটনায় চার জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। পরে টাঙ্গাইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।’

গত রবিবার (২১ নভেম্বর) শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় রেজাউলকে সন্ত্রাসীরা কুপিয়ে গুরুতর আহত করে। আহত রেজাউলকে ওই দিনই টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। বুধবার (১৪ নভেম্বর) বিকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

/এফআর/
সম্পর্কিত
চট্টগ্রামে তিন ভাইবোনকে হত্যা: ২ জনের মৃত্যুদণ্ড
৮ জনকে গ্রেফতারের পর ডিবি’র দাবিমাদক-চাঁদাবাজি নিয়ে দ্বন্দ্বের জেরে পল্লবীতে পাভেল হত্যা
ইউপি সদস্যকে প্রকাশ্যে গুলি করে হত্যা
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন