X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

প্রথম ম্যাচে রাব্বী, পরেরটিতে নায়ক ওতাবেক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০২১, ২০:৪৫আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ২০:৪৫

স্বাধীনতা কাপ ফুটবল দিয়ে শুরু হয়েছে ফুটবলের নতুন মৌসুম। মাঠ সংস্কারের কারণে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলা হচ্ছে না। ফলে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামের টার্ফই ভরসা। উদ্বোধনী দিনে শেখ রাসেল ও শেখ জামাল শুভ সূচনা করেছে। মান্নাফ রাব্বীর লক্ষ্যভেদে শেখ রাসেল ১-০ গোলে হারিয়েছে উত্তর বারিধারাকে। একই দিনে অন্য ম্যাচে ওতাবেকের নৈপুণ্যে শেখ জামাল ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে বিমান বাহিনীকে।

প্রথমার্ধে আক্রমণ হেনেও ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোল পায়নি শেখ রাসেল। ম্যাচের ১৪ মিনিটে সাদউদ্দিনের বাড়ানো বলে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এইলতন ডি সৌজা মাথা ছোঁয়ালেও তা পোস্টের বেশ বাইরে দিয়ে চলে যায়।

৩৩ মিনিটে দারুণ সুযোগ নষ্ট করেন মোহাম্মদ জুয়েল। ডান দিকে সাদউদ্দিনের কাট ব্যাক ধরে রাব্বী ক্রস বাড়িয়েছিলেন। কিন্তু বক্সের মধ্যে ঠিকঠাক শট নিতে পারেননি জুয়েল।

বিরতির পর অবশ্য শেখ রাসেলকে আর হতাশ হতে হয়নি। ৫৮ মিনিটে বাঁ দিক দিয়ে আক্রমণ ওঠা পর্তুগিজ ফরোয়ার্ড ইসমাইল রুতি দি সিলভার চিপ থেকে জাল কাঁপান মান্নাফ রাব্বী। উত্তর বারিধারা মাঝে মধ্যে চেষ্টা করেও লক্ষ্যভেদ করতে পারেনি।

‘বি’ গ্রুপের অন্য ম্যাচে শেখ জামাল অনায়াসে বিমান বাহিনীকে হারিয়েছে। ঢাকার মাঠে উজবেকিস্তানের ফরোয়ার্ড ওতাবেক পরীক্ষিত খেলোয়াড় অনেক দিন ধরেই। এই মৌসুমের শুরুতে নিজের জাত চিনিয়েছেন আবার। তিন গোলের একটি নিজে করেছেন। আর দ্বিতীয় গোল এসেছে তারই সহায়তায়।

ম্যাচ ঘড়ির ১৬ মিনিটে ওতাবেক বক্সে ঢুকে জোরালো শটে লিড এনে দেন। বিরতির পর ব্যবধান দ্বিগুণ করে শেখ জামাল। ওতাবেকের কাটব্যাকে গাম্বিয়ার সলোমন কিং বল জড়িয়ে দেন জালে। দুই মিনিট পর সতীর্থের পাস থেকে সোহানুর গোলকিপারকে অনেকটা ফাঁকায় পেয়ে তৃতীয় গোল করে প্রতিপক্ষকে ম্যাচ থেকে ছিটকে দেন।

আগামীকালের খেলা

মোহামেডান-মুক্তিযোদ্ধা: বিকাল ৪টা

সাইফ-বাংলাদেশ সেনাবাহিনী: সন্ধ্যা ৬টা

ভেন্যু: বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়াম

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা