X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি চান আবরারের বাবা

কুষ্টিয়া প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২১, ২০:৫৩আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ২০:৫৩

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ রাব্বির হত্যা মামলার ঘোষণা করা হবে রবিবার (২৮ নভেম্বর)। রায়ে সব আসামির দৃষ্টান্তমূলক শাস্তি চান আবরারের বাবা বরকত উল্লাহ। শনিবার (২৭ নভেম্বর) রাতে তিনি বাংলা ট্রিবিউনকে এ কথা জানিয়েছেন।

আবরার ফাহাদের বাবা বলেন, ‘আমরা এই মামলায় আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছি। আসামিদের এমন শাস্তি হওয়া দরকার যাতে আগামীতে কোনও শিক্ষা প্রতিষ্ঠানে এমন হত্যাকাণ্ড না হয়।’

তিনি বলেন, ‘বর্তমানে এই মামলায় ২৫ আসামির মধ্যে ২২ জন কারাগারে রয়েছে। এখনও তিন জন পলাতক রয়েছে। শুনেছি, তারা নাকি দেশের বাইরে চলে গেছে। পলাতক আসামিদের গ্রেফতারের উদ্যোগ নেওয়া দরকার।’

রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত থাকবেন বলে জানান।

উল্লেখ্য, ফেসবুকের একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে ২০১৯ সালের ৬ অক্টোবর দিবাগত রাতে আবরার ফাহাদকে তার কক্ষ থেকে ডেকে নেয় বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। তারা ২০১১ নম্বর কক্ষে নিয়ে গিয়ে আবরারকে পিটিয়ে হত্যা করে। পরে রাত ৩টার দিকে শেরেবাংলা হলের সিঁড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এই হত্যাকাণ্ডের পরদিন ৭ অক্টোবর রাজধানীর চকবাজার থানায় আবরারের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে ১৯ জনকে আসামি করে হত্যা মামলা করেন। ওই বছরের ১৩ নভেম্বর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা ওয়াহিদুজ্জামান ২৫ জনকে অভিযুক্ত করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেন। এর মধ্যে এজাহারভুক্ত ১৯ জন। এর বাইরে তথ্য-প্রমাণের ভিত্তিতে আরও ছয় জনের জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।

এ মামলায় ২২ আসামিকে গ্রেফতার করা হয়। তবে এখনও তিন জন পলাতক রয়েছে। অভিযোগপত্রে ৬০ জনকে সাক্ষী করা হয়েছে এবং একুশটি আলামত ও আটটি জব্দ তালিকা আদালতে জমা দেওয়া হয়েছে।

আবরার ফাহাদের পরিবার কুষ্টিয়া শহরের পিটিআই রোডে বসবাস করে। আবরার ২০১৮ সালে ৩১ মার্চ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তি হন। তিনি বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। বুয়েটের শেরেবাংলা হলের ১০১১ নম্বর কক্ষে থাকতেন।

আরও খবর:

আবরার হত্যা: মাদক দিয়ে ‘গণপিটুনির নাটক’ সাজাতে চেয়েছিল ছাত্রলীগ

আবরার হত্যা: ১১ জনের সংশ্লিষ্টতা পেয়েছে ছাত্রলীগের তদন্ত কমিটি

‘আবরার হত্যায় জড়িতরা রাজনৈতিক শেল্টারে অছাত্রের মতো আচরণ করতো’

বুয়েটে আবরার হত্যা: ছাত্রলীগ থেকে ১১ জনকে স্থায়ী বহিষ্কার

২০০৫ ও ২০১১ নম্বর রুম ছিল ছাত্রলীগের টর্চার সেল

আবরারকে পিটিয়ে হত্যার প্রমাণ পেয়েছে পুলিশ

ফোনে ডেকে নেওয়ার পর লাশ মিললো বুয়েট শিক্ষার্থীর

আবরার হত্যার ঘটনায় ১৯ জনকে আসামি করে মামলা 

 
/এমএএ/
সম্পর্কিত
আবরার ফাহাদকে ভোলেনি বুয়েট
আবরার হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির বাবার সংবাদ সম্মেলন
আবরার হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল শুনানির জন্য গ্রহণ
সর্বশেষ খবর
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে সরকার বদ্ধপরিকর
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে সরকার বদ্ধপরিকর
ঘুমের ওষুধ খাইয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রীর ‘আত্মহত্যা’
ঘুমের ওষুধ খাইয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রীর ‘আত্মহত্যা’
‘ভারত কিংবা অন্য কোনও দেশে এমনটি দেখিনি’
‘ভারত কিংবা অন্য কোনও দেশে এমনটি দেখিনি’
পশ্চিম তীরে ১০ যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের
পশ্চিম তীরে ১০ যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও