X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

হিলিতে হঠাৎ কমেছে ধানের দাম, বিপাকে কৃষক

হিলি প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২১, ২৩:০৩আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ২৩:০৩

চলতি মৌসুমে আমন ধানে নানা রোগ ও পোকামাকড় আক্রমণ করলেও ভালো ফলন ও দাম ভালো পাওয়ায় খুশি হয়েছিলেন কৃষকরা। কিন্তু হঠাৎ ধানের দাম মণ প্রতি ৫০-১০০ টাকা করে কমে যাওয়ায় বিপাকে পড়েছেন তারা। ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ধানের দাম কমিয়েছেন, এমন দাবি কৃষকের। ব্যবসায়ীরা বলছেন, বিভিন্ন প্রতিষ্ঠান ধান কেনা বন্ধ করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

হিলির বিভিন্ন এলাকায় মাঠজুড়ে চলছে এখন ধান কাটা ও মাড়াইয়ের কাজ। ইতোমধ্যেই তিন ভাগের দুভাগ বেশি জমির ধান কাটা শেষ হয়েছে। বাকিটা অল্প কিছু দিনের মধ্যেই শেষ হবে। বর্তমানে হিলির বিভিন্ন হাটগুলোতে ধান বেচাকেনা চলছে। বর্তমানে প্রতি মণ গুটিস্বর্ণা ৯৫০ টাকায় বিক্রি হচ্ছে। যা আগে এক হাজার টাকায় বিক্রি হয়েছিল। আর স্বর্ণা জাতের ধান বিক্রি হচ্ছে একা হাজার টাকায়। যা আগে ছিল ১১০০ টাকা।

হিলির দক্ষিণ বাসু দেবপুরের কৃষক মফিজ উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘একেতো এবারে আমন ধান লাগানোর সময় থেকেই আমাদের বিপদ। বৃষ্টিপাত না হওয়ায় সেচের মাধ্যমে ধান আবাদ করতে হয়েছিল। পরে পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় সময়মতো সার কীটনাশক দেওয়ায় ধানের গাছ ভালো হয়েছিল। কিন্তু পরে যখন শীষ বের হবে তখন দেখা দেয় মাজরা, কারেন্টসহ বিভিন্ন পোকার আক্রমণ। নিজের অভিজ্ঞতা ও কৃষি অফিসের পরামর্শে কীটনাশক ব্যবহার করার ফলে সেই আক্রমণ থেকে রক্ষা পায়। তবে অন্যান্যবার এক থেকে দুবার কীটনাশক প্রয়োগ করলেও এবারে ৪-৫ দিতে হয়েছিল। ফলে খরচ কিছুটা বাড়তি হয়েছে। তবে ধান কাটা মাড়াই শেষে দেখা যায়, ধানের ফলন বেশ ভালো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সম্প্রতি তেলের দাম বাড়ায় ধানের মাড়াই ও কাটার খরচ বেড়ে গেছে। এতে সবমিলিয়ে বিঘা প্রতি ২/৩ হাজার টাকা লাভ হতো। কিন্তু হঠাৎ আবার ধানের দাম দ্রুত কমতে শুরু করেছে। যে স্বর্ণা ধানের দাম ১১০০ টাকায় উঠেছিল, এখন তা কমে এক হাজারে নেমেছে। আর গুটিস্বর্ণার দাম সাড়ে ৯০০ টাকায় নেমেছে। ধানের দাম এভাবে কমতে থাকলে আমাদের লোকসানে পড়তে হবে।’

হিলির ছাতনি চারমাথা মোড়ের ধানের আড়তদার তোফাজ্জল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত কয়েকদিনের তুলনায় ধানের দাম বর্তমানে কিছুটা কমছে। এর মূল কারণ, ক্রেতা সংকট দেখা দিয়েছে। আমরা ধান কিনে যেসব মোকামে সরবরাহ করতাম সেগুলোতে এখন কেনা বন্ধ। কয়েকদিন আগে ধান কাটা ও মাড়াই শুরুর পরপর বিভিন্ন মোকামে ধান কিনতে শুরু করেছিল। বিশেষ করে সিটি গ্রুপ প্রচুর পরিমাণে ধান কিনেছিল। দিনে তারা ৩০০-৪০০ ট্রাক ধান কিনছিল। কিন্তু সম্প্রতি তাদের মিলে আগুন লাগার কারণে ধান কেনা বন্ধ রেখেছে। আপাতত কিছুদিন ধানের বাজার এমন থাকবে, পরে দাম বাড়বে।’ 

/এফআর/
সম্পর্কিত
ফসলের মাঠে সোনারঙ, তীব্র গরমেও কৃষকের মুখে হাসি
তীব্র গরমে কৃষিশ্রমিকের সংকট চরমে
মোবাইল দেখা নিয়ে কথা-কাটাকাটি, মা-মেয়েকে পিটিয়ে হত্যা
সর্বশেষ খবর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা