X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

শীত উপেক্ষা করে সকাল থেকে কেন্দ্রে ভিড় জমিয়েছেন ভোটাররা

গাইবান্ধা প্রতিনিধি 
২৮ নভেম্বর ২০২১, ০৯:৪০আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ০৯:৪০

উত্তরাঞ্চলে জেঁকে বসেছে শীত। তবে ভোটের উত্তাপ শীতকেও হার মানিয়েছে। সকাল থেকেই কেন্দ্রে ভিড় জমিয়েছেন ভোটাররা। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১৩টি ও পলাশবাড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ চলছে। রবিবার (২৮ নভেম্বর) সকাল ৮টায় ১৯টি ইউনিয়নের ১৮৬টি কেন্দ্র ভোটগ্রহণ শুরু হয়। এরমধ্যে শুধু পলাশবাড়ির মহদিপুর ইউনিয়নের ১২টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে এবং বাকি ১৭৪টি কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে ব্যালট পেপারে। বিকােল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। 

১৯ টি ইউনিয়নে মোট এক হাজার ২২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ১৪১ জন, সাধারণ সদস্য পদে ৭৬৩ এবং নারী সদস্য পদে ৩২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এসব ইউনিয়নে মোট চার লাখ ৩৫ হাজার ৯৫০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। 

নির্বাচনকে ঘিরে প্রতিটি ইউনিয়নে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে। শীত উপক্ষো করে সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতির পাশাপাশি কেন্দ্রের বাইরে প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকদের ভিড় দেখা গেছে। তবে সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ সম্পূর্ণ হওয়া নিয়ে প্রার্থী ও ভোটারদের মাঝে রয়েছে নানা শঙ্কা। এছাড়া প্রভাব বিস্তার ও কেন্দ্র দখল করাসহ পাল্টাপাল্টি নানা অভিযোগ আছে অধিকাংশ প্রার্থীদের। 

তবে সব শঙ্কা উড়িয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্নের কথা জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল মোত্তালিব। তিনি জানান, কঠোর নিরাপত্তায় দুই উপজেলার ১৯টি ইউনিয়নের ১৮৬টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। উৎসব-উদ্দীপনায় কেন্দ্রে এসে ভোটাররা পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন। ভোটগ্রহণ শুরুর পর কোথাও অপ্রীতিকর ঘটনা কিংবা প্রার্থীদের কোনও অভিযোগ পাওয়া যায়নি। 

তিনি আরও জানান, প্রতিটি কেন্দ্রে অস্ত্রসহ তিন জন পুলিশ ও ১৭ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছে। চরাঞ্চলসহ ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ নিরাপত্তা জোরদারের পাশাপাশি পুরো নির্বাচনের মাঠে পুলিশ, র‌্যাব ও বিজিবিসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া প্রতিটি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট, স্ট্রাইকিং ফোর্স ও পুলিশের কুইক রেসপন্স টিম ছাড়াও একাধিক ভ্রাম্যমাণ মোবাইলটিম দায়িত্ব পালন করছে।

 

/টিটি/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা