X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বরগুনায় ভোটের সকালে কেন্দ্রে পৌঁছালো ব্যালট

বরগুনা প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২১, ০৯:৫৯আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ০৯:৫৯

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বরগুনার পাথরঘাটা উপজেলার চারটি ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহন শুরু হয়েছে। চারটি ইউনিয়নের একটিতে ইভিএম পদ্ধতি ও তিনটিতে ব্যালটে ভোট গ্রহণ চলছে। তবে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে ভোটের দিন সকালে কেন্দ্রগুলোতে ব্যালট পেপার পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

রবিবার (২৮ নভেম্বর) সকাল ৮ টায় পাথরঘাটা উপজেলার পাথরঘাটার সদর, চরদুয়ানী, রায়হানপুর ও নাচনাপাড়া ইউনিয়নের ৩৬টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকাল চারটা পর্যন্ত। 

পাথরঘাটা উপজেলা নির্বাচন কর্মকর্তা আইউব আলী হাওলাদার বলেন, নির্বাচনকে অবাধ নিরপেক্ষ করতে নির্বাচনের আগের দিন আমরা প্রয়োজনীয় সরঞ্জাম কেন্দ্রে পাঠালেও ব্যালট পেপার নির্বাচনের দিন সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে কেন্দ্রে পাঠিয়েছি। পাথরঘাটা উপজেলার চারটি ইউনিয়নের মধ্যে পাথরঘাটা সদর ইউনিয়নে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হবে। বাকি তিনটিতে ব্যালটে ভোটগ্রহণ হবে। আমরা আশাবাদী একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন হবে।

পাথরঘাটা উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট নিশ্চিতে নির্বাচন কমিশন থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। চারটি ইউনিয়নে আইনশৃঙ্খলা রক্ষায় তিন প্লাটুন বিজিবি, তিন প্লাটুন র‌্যাব, ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তিন জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এছাড়া প্রতিটি কেন্দ্রে পাঁচ জন পুলিশ ও ১৭ জন আনসার সদস্য দায়িত্বে রয়েছেন।  

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) মো. তোফায়েল আহম্মেদ সরকার বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের জন্য আমাদের পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিটি কেন্দ্রে রয়েছে। জাল ভোট বা ভোট গ্রহণে কোনও অনিয়ম হলে অ্যাকশন হবে। কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলেই আমরাও কঠোর অবস্থানে যেতে বাধ্য হবো। আইনশৃঙ্খলা রক্ষায় সার্বক্ষনিক পুলিশের মোবাইল টিমও রয়েছে। এছাড়াও ৪জন অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে মনিটরিং সেল থাকবে। আমরা আশাবাদি কোন রকম সহিংসতা ছাড়াই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

পাথরঘাটার চারটি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৬২ হাজার ৬৮৭। চারটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৪৪ জন এবং সাধারণ সদস্য পুরুষ পদে ১৩৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’