X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

৮ বছর ধরে মেয়াদোত্তীর্ণ লাইসেন্স দিয়ে গাড়ি চালাচ্ছেন ডিএনসিসির চালক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০২১, ১৭:০২আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৭:০২

৮ বছর ধরে লাইসেন্সের মেয়াদ নেই ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এক গাড়িচালকের। এমনকি চালক ও গাড়ির বিরুদ্ধে কোনও মামলাও নেই।  ৮ বছর ধরে এভাবে গাড়ি চলছে। অবশেষ রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বর সড়কে শিক্ষার্থীদের তল্লাশিতে ধরা পরে বিষয়টি। শিক্ষার্থীদের তোপের মুখে ওই চালককে মামলা দেওয়া হয়।

রবিবার (২৮ নভেম্বর) বেলা পৌনে ২টার দিকে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে এই ঘটনা ঘটে। দুপুর থেকে শিক্ষার্থীরা এখানে সড়ক অবরোধ করে গাড়ি ও চালকের কাগজপত্র তল্লাশি করছিল। এসময় অনেক অসঙ্গতি ধরা পরে। কারও গাড়ির ফিটনেস নেই, কারও গাড়ির নিবন্ধন নেই। আবার কারও গাড়ি চালানোর লাইসেন্সই নেই। লাইসেন্স থাকলেও অনেকের আবার মেয়াদ নেই।

এসময় সংসদ সদস্য, পুলিশ, সচিব, সরকারি বেসরকারি ও বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা ও গণপরিবহনের গাড়ির কাগজপত্রও তল্লাশি করে শিক্ষার্থীরা।

৮ বছর ধরে মেয়াদোত্তীর্ণ লাইসেন্স দিয়ে গাড়ি চালাচ্ছেন ডিএনসিসির চালক

তল্লাশির সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের একটি গাড়ি আটক করে শিক্ষার্থীরা। গাড়ি নম্বর ঢাকা মেট্রো ঠ ১৩-২৮৩৮। গাড়ির চালক মো. রাজু আহমেদ।  শিক্ষার্থীরা তার লাইসেন্স দেখতে চাইলে, রাজু তার লাইসেন্স বের করে দেন। লাইসেন্সটি  পেশাদার। এটি ইস্যু করা হয়, ২০০৮ সালের ১৩ সেপ্টেম্বর। মেয়াদ শেষ হয় ২০১৩ সালের ২৯ ডিসেম্বর। গত আট বছর ধরে তার লাইসেন্সের মেয়াদ নেই।

রাজু বলেন, ‘আলসেমি করে লাইসেন্সের মেয়াদ বাড়ানো হয়নি।’

শিক্ষার্থীরা পরে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হাবিবুর রহমানকে ডেকে আনেন। তিনি কাগজপত্র তল্লাশি করে চালককে দুই হাজার টাকার একটি মামলা দেন। টাকা পরিশোধ করে চালক গাড়ি নিয়ে চলে যান।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর গণপরিবহনের ভাড়া বৃদ্ধি হয়। এনিয়ে প্রথমে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পরে। এর মধ্যে গত ২৪ নভেম্বর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়িচাপায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান মারা যান। এরপর শিক্ষার্থীরা আরও বিক্ষুব্ধ হয়। এরপর ২৬ নভেম্বর ঢাকা উত্তর সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় কবির হোসেন নামে এক সাবেক গণমাধ্যমকর্মী মারা যান।

শিক্ষার্থীরা গণপরিবহনের ভাড়া বৃদ্ধির পর থেকে এ মাসের ৫ তারিখ থেকে নয় দফা দাবিতে আন্দোলন করছে।  গাড়ির হাফ পাশ নিশ্চিত করা তাদের অন্যতম দাবি।

/এআরআর/এমআর/
সম্পর্কিত
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ওঠানামা করছে মুরগির দাম, বাড়ছে সবজির
শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
সর্বশেষ খবর
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া