X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ৫

যশোর প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২১, ১৭:২৯আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৮:১৭

যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নের দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে পাঁচ জন আহত হয়েছেন। রবিবার সকালে ৬ নম্বর ওয়ার্ডের দুই সদস্য প্রার্থী আশরাফুল ইসলাম (মোরগ মার্কা) ও শামসুর রহমানের (তালা মার্কা) সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতরা হলেন– তুষার (২৫), খাইরুল ইসলাম (৫০) ও মিন্টু শাহ (৩৫), তোফাজ্জেল হোসেন (৪০) ও বাবলু (৫০)। এরমধ্যে বাবলু সদস্য প্রার্থী আশরাফুল ইসলামের সমর্থক এবং অন্যরা শামসুর রহমানের সমর্থক। তারা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কেন্দ্রটিতে দায়িত্বে থাকা পুলিশের এস আই শাহ মো. জলিলুর রহমান বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে কেন্দ্রের বাইরে ওই দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে কয়েকজন সামান্য আহত হন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

এদিকে, ইউনিয়নের পশ্চিম বলরামপুর সিনিয়র মাদ্রাসা কেন্দ্র থেকে দুই যুবককে আটক করেছে পুলিশ। তারা হলেন, বাঘারপাড়া উপজেলার বলরামপুর গ্রামের আব্দুল ওহাবের ছেলে জিয়াউর রহমান (৩০) এবং একই গ্রামের সোহরাব বিশ্বাসের ছেলে রনি (২০)। পুলিশ এ সময় জিয়াউর রহমানের পকেট থেকে একটি ছুরি উদ্ধার করে।

কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশের এসআই মাহফুজুল হক বলেন, ‘জিয়াউর রহমান ও রনি কেন্দ্রের বাইরে একটি বাগানে বসে ছিলেন। সন্দেহ হওয়ায় সেখান থেকে তাদের আটক করা হয়। এ সময় জিয়াউর রহমানের পকেট থেকে একটি ছুরি উদ্ধার করা হয়।’

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে চাপা দেওয়া বাসটির ফিটনেস ছিল না
বর্জনকারীদের ‘অনুসারীরাও’ ভোটে, সহিংসতার শঙ্কা দেখছে না ইসি
গাছে ধাক্কা লেগে উড়ে গেলো বাসের ছাদ, একজন নিহত
সর্বশেষ খবর
দলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
উপজেলা নির্বাচনদলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক