X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ঢাবির শতবর্ষ উদযাপন: চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

আবিদ হাসান
২৮ নভেম্বর ২০২১, ১৮:০৭আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৮:০৭

দেশের সবচেয়ে প্রাচীন ও প্রথম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়-ঢাবি। ১৯২১ সালের ১ জুলাই যাত্রা শুরু করে দেশের সর্বোচ্চ এই বিদ্যাপিঠ। চলতি বছর প্রতিষ্ঠার শতবর্ষ পেরিয়ে পদার্পণ করেছে ১০১তম বছরে। ১ জুলাই থেকে জাঁকজমকপূর্ণ পরিবেশে ঢাবির শতবর্ষ উদযাপন করার কথা থাকলেও মহামারি করোনা পরিস্থিতি বিবেচনায় তা পিছিয়ে ১ ডিসেম্বর থেকে উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। আর এই উদযাপনকে ঘিরে চলছে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, শতবর্ষের  উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করবেন। ১-৪ ডিসেম্বর বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হবে শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। ১৬ ডিসেম্বর পর্দা নামবে বর্ণিল উদযাপন অনুষ্ঠানের। পুরো সময়টাজুড়ে আলোকিত থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, কলা ভবন, ভিসি চত্বর, স্মৃতি চিরন্তন, বিশ্ববিদ্যালয় ক্লাব ভবন, টিএসসি চত্বর, সামাজিক বিজ্ঞান ভবনসহ পুরো ক্যাম্পাস এবং ফুলার রোডসহ আশপাশের বিভিন্ন সড়ক লাল, সবুজ, নীল রঙের বাতির আলোয় সাজানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বটতলা, টিএসসির বটতলা, মধুর ক্যান্টিনের আম গাছ, ভিসি চত্বরের কড়ই গাছসহ বিভিন্ন স্পটে ‘শতবর্ষের আলোয় ঢাকা বিশ্ববিদ্যালয়’ নামে লাগানো হয়েছে লাইটবক্স, বিভিন্ন ধরনের পোস্টার ও প্ল্যাকার্ড।

. অনুষ্ঠানের মূল মঞ্চ হবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে। তবে শিক্ষার্থীদের কথা বিবেচনায় মহসিন হলের মাঠ, অপরাজেয় বাংলা ও টিএসসির পায়রা চত্বরে নির্মাণ করা হচ্ছে প্যান্ডেল। সেখানে বসে শিক্ষার্থীরা বড় স্ক্রিনে শতবর্ষের অনুষ্ঠান উপভোগ করতে পারবেন।

এই অনুষ্ঠানকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে বিরাজ করছে উদ্দীপনা। ভাষা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাজিদ বলেন, ‘এইচএসসি পরীক্ষার পর যখন ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলাম, তখন থেকেই বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের অনুষ্ঠানের এই বিষয়টি পড়ালেখায় অনুপ্রেরণা যোগাতো। ভর্তি হওয়ার পর থেকেই মুখিয়ে আছি দিনটির জন্য। সেই কাঙ্ক্ষিত দিনটি আসন্ন, সকল ধরনের প্রস্তুতি চলছে। চারদিকের উৎসবমুখর পরিবেশ, সত্যি দারুণ অনুভূতি কাজ করছে।’

. সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী সালমান শরীফ সাগর বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর মাহেন্দ্রক্ষণে এসে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতে পেরে খুবই ভালো লাগছে। বিশ্ববিদ্যালয়ের এমন নতুন সাজে নিজেকে যেন হারিয়ে ফেলতে ইচ্ছে করছে। এই লাল-নীল বহুরূপী সজ্জা দেখে মনে হচ্ছে— যেন নববধূর সাজে সজ্জিত হয়ে বসে আছে আমার প্রাণের ক্যাম্পাস। আমার প্রিয় শিক্ষাঙ্গন, প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়।’

সার্বিক প্রস্ততির বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রাব্বানী বলেন, ‘আমাদের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। আলোকসজ্জা, প্ল্যাকার্ড টাঙানো, প্যান্ডেলের কাজও প্রায় শেষ, অনুষ্ঠান সূচি তৈরিও শেষ। হাতে আরও যে দুদিন আছে, আশা করছি, এর মধ্যেই সম্পন্ন হয়ে যাবে।’

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়