X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বাড়িঘর ভেঙে রাস্তা নির্মাণ, ক্ষতিপূরণের আশ্বাস ভারপ্রাপ্ত মেয়রের

গাজীপুর প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২১, ১৮:৩০আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৮:৩০

বাড়িঘর ও দোকানপাট ভেঙে গাজীপুর সিটি করপোরেশনের সড়ক নির্মাণের কারণে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ।

তিনি বলেন, সরকারের সংশ্লিষ্ট মহলের পরামর্শ ও সহযোগিতা নিয়ে ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। যেসব উন্নয়নকাজ চলছে ক্ষতিপূরণের ব্যবস্থা রেখে সেগুলো অব্যাহত রাখা হবে।

রবিবার (২৮ নভেম্বর) সিটি করপোশেনের ভারপ্রাপ্ত মেয়রের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে এ আশ্বাস দেন তিনি। ভারপ্রাপ্ত মেয়র বলেন, মহানগরের প্রথম সভায় যেখানে প্যানেল মেয়র গঠন করতে হয়; সেখানে এই প্রক্রিয়াটি গত তিন বছরে করা হয়নি।

দায়িত্ব গ্রহণের দিন দুপুর সাড়ে ১২টায় শুরু হওয়া অনুষ্ঠান শেষ হয় বিকাল সাড়ে ৩টায়। সকাল ১০টা থেকে সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ড থেকে নাগরিকরা নগর ভবনে আসতে থাকেন। মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের নেতৃত্বে নাগরিকরা নগর ভবনে জড়ো হন। দুপুর ১২টার দিকে বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দেন। এরপর ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে সঙ্গে নিয়ে নগর ভবনের সম্মেলনকক্ষে প্রবেশ করেন।

অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ওয়াজউদ্দিন মিয়া বলেন, গাজীপুরের দুই জন মন্ত্রীকে নিয়ে যেমনি আমরা গর্ব করি, তেমনি বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর আলমের জন্য সরা দেশে লজ্জিত।

কাউন্সিলর নুরুল ইসলাম নূরু বলেন, সেবা করার জন্য নির্বাচিত হয়েছিলেন কিন্তু পরিস্থিতির কারণে গোলাম হতে হয়েছে। সিটি করপোরেশনে প্রতিবছর কমপক্ষে দুই হাজার কোটি টাকার রাজস্ব আয় হয়েছে। অথচ এসব অর্থের হিসাব পাইনি। হাজার হাজার টাকা উন্নয়ন বরাদ্দ দেওয়ার কথা শুনেছি গত তিন বছরে। এগুলো কোথায় এবং কীভাবে খরচ হয়েছে তার হিসাব পাইনি।

কাউন্সিলর শাহজাহান সাজু বলেন, অহংকার ও দম্ভের পতন হয়েছে। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার উদ্যোগ নিতে হবে।

কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডল বলেন, কারও ছাতা কিংবা জুতা টানার জন্য কাউন্সিলর হইনি। যার যার দায়িত্ব পালনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহযোগিতা করেন। গাজীপুরবাসী লুটপাট ও দুঃশাসন থেকে মুক্তি পেয়েছে।

টঙ্গী থানা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা ফজলুল হক বলেন, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে কটূক্তির জন্য বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর আলমকে দেশ থেকে উৎখাত করতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আতাউল্লাহ মন্ডল, সহ-সভাপতি মতিউর রহমান, ভিপি আফজাল হোসেন সরকার রিপন, প্যানেল মেয়র অ্যাডভোকেট আয়েশা আক্তার, টঙ্গী থানা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন, কাজী ইলিয়াস, মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল প্রমুখ।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির ‘ইন্ডিয়া-আউট’ ক্যাম্পেইন: বাস্তবতা ও সম্ভাব্য ফলাফল
বিএনপির ‘ইন্ডিয়া-আউট’ ক্যাম্পেইন: বাস্তবতা ও সম্ভাব্য ফলাফল
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
মৎস্য অবতরণ কেন্দ্র আধুনিকায়নে কাজ করবে জাইকা ও বিএফডিসি
মৎস্য অবতরণ কেন্দ্র আধুনিকায়নে কাজ করবে জাইকা ও বিএফডিসি
ট্রেনের ৪৫ হাজার টিকিট কিনতে দেড় কোটির বেশি হিট
ট্রেনের ৪৫ হাজার টিকিট কিনতে দেড় কোটির বেশি হিট
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের