X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

নরসিংদীতে নির্বাচনি সহিংসতায় আহত ৪০, তিন প্রার্থীর ভোট বর্জন

নরসিংদী প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২১, ১৯:২৫আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৯:৩২

নরসিংদীতে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে হামলা, ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ, গুলিবর্ষণ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় পুলিশ সদস্যসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন।

রবিবার (২৮ নভেম্বর) সদর উপজেলার করিমপুর, নজরপুর, চিনিশপুরের বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। আহতদের কয়েকজনকে নরসিংদী সদর হাসপাতাল ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, সদর উপজেলার করিমপুর ইউনিয়নের শ্রীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী গোলাম কিবরিয়ার সঙ্গে নৌকার প্রার্থী মুমিনুর রহমান আপেলের সমর্থকদের কথা কাটাকাটি হয়। এর জেরে দুপুর সাড়ে ১২টার দিকে নৌকার প্রার্থী আপেল করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গেলে তাকে অবরুদ্ধ করে স্বতন্ত্র প্রার্থীর কিবরিয়ার সমর্থকরা। এ খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও গুলি ছোড়ে। এ ঘটনায় প্রায় ৮-১০ জন আহত হয়। 

অপরদিকে চিনিশপুর ইউনিয়নের চিনিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় পুলিশের সহকারী উপ-পরিদর্শক মো. সাঈদ আনোয়ার ও মেম্বার পদপ্রার্থী সায়েম ভূঁইয়াসহ বেশ কয়েকজন আহত হয়। এ সময় পুলিশ চারটি তাজা ককটেল উদ্ধার করে। 

এ ছাড়া সদর উপজেলার নজরপুর, আমদিয়া ইউনিয়নে বিক্ষিপ্তভাবে ককটেল বিস্ফোরণ, হামলা, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ১৫-২০ জন আহত হয়েছে। আহতদের স্থানীয়ভাবে ও নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। কয়েকজনকে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে।

করিমপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী গোলাম কিবরিয়া জানান, নৌকা প্রতীকের প্রার্থী মমিনুর রহমান আপেলের লোকজনের ছোড়া গুলিতে তার ১০-১২জন কর্মী সমর্থক আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে উত্তরা মেডিক্যাল কলেজ এবং অন্যজনকে ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

অভিযোগ অস্বীকার করে নৌকা প্রতীকের প্রার্থী মমিনুর রহমান আপেল জানান, তাদের এই দাবি ভিত্তিহীন। স্বতন্ত্র প্রার্থীর লোকজন তার ওপর অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালায়। পরে দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় একটি কক্ষে আশ্রয় নেন।

এদিকে অনিয়মের অভিযোগ এনে সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (আনারস প্রতীক) নাজিম উদ্দিন ভূঁইয়া রিপন, করিমপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী গোলাম কিবরিয়া ও কাঁঠালিয়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মো. জহিরুল ইসলাম হিরন মোল্লা দুপুরেই ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হারুনুর রশীদ জানান, মাথায় ইটের আঘাতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। তবে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তিনি এখন সুস্থ আছেন। 

/এসএইচ/
সম্পর্কিত
বর্জনকারীদের ‘অনুসারীরাও’ ভোটে, সহিংসতার শঙ্কা দেখছে না ইসি
২০২৩ সালে রাজনৈতিক সহিংসতায় বিআরটিসির ১০ বাস পুড়েছে
এনডিআই-আইআরআইয়ের চূড়ান্ত প্রতিবেদনদ্বাদশ জাতীয় নির্বাচনে গুণগত মান রক্ষা হয়নি
সর্বশেষ খবর
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
দক্ষিণখানে ভবনের চার তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
দক্ষিণখানে ভবনের চার তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি