X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

ইরানের পারমাণবিক চুক্তি: কূটনীতি ব্যর্থ হলে বিকল্প উপায় ব্যবহারে প্রস্তুত যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
২৮ নভেম্বর ২০২১, ১৯:৫২আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৯:৫৩

যুক্তরাষ্ট্র ও দেশটির মিত্ররা সোমবার ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করতে আরেক দফা আলোচনা শুরু করবেন। তবে তারা নিশ্চিত নন যে, তেহরানের নতুন সরকার সমঝোতার পথে হাঁটবে। তারা আলোচনা নিয়ে কোনও উচ্চাকাঙ্ক্ষা পোষণ করছেন না। তারা জোর দিচ্ছেন, যদি কূটনীতি ব্যর্থ হয় তাহলে যুক্তরাষ্ট্র বিকল্প উপায় ব্যবহারে প্রস্তুতির বিষয়ে। মার্কিন সংবদমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

প্রায় ছয় মাস পর পুনরায় ভিয়েনায় ইরানের সঙ্গে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, চীন ও রাশিয়া। যুক্তরাষ্ট্র ছাড়া চুক্তি স্বাক্ষরকারী অপর দেশগুলো আলোচনা যেখানে শেষ হয়েছিল সেখান থেকে তা এগিয়ে নিতে আগ্রহী। ইউরোপীয় সূত্র সিএনএন-কে জানিয়েছে, তারা ধারণা করছেন ইরান পক্ষ এটিকে প্রথম দফার বৈঠক হিসেবে বিবেচনা করতে পারে। মার্কিন কর্মকর্তারাও এমন ধারণার কথা জানিয়েছেন।

মার্কিন কর্মকর্তারা বলছেন, সম্প্রতি নির্বাচিত ইরানের কট্টরপন্থী সরকার ভিয়েনায় দরকষাকষির নতুন শর্ত হাজির করতে পারে। তেহরানের পক্ষ থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে জোর দেওয়া হচ্ছে, চুক্তি বাস্তবায়ন নয়। আলোচনার জন্য ইরানকে ছাড় দেওয়ার কোনও পরিকল্পনা যুক্তরাষ্ট্রের নেই।

এক সিনিয়র মার্কিন কর্মকর্তা বারবার সতর্ক করে বলেছেন, ইরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এগিয়ে নেয় তাহলে চুক্তির পথে না হেঁটে বিকল্প উপায় ব্যবহারে বাধ্য হবে ওয়াশিংটন।

মার্কিন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা সমন্বয়ক ব্রেট ম্যাকগার্ক বলেন, আমরা এখনও আশাবাদী কূটনীতি একটি উপায় বের করবে। কিন্তু যদি কোনও সমাধান না আসে তাহলে আমরা বিকল্প উপায় ব্যবহারে প্রস্তুত।

তিনি আরও বলেন, ইরানকে পারমাণবিক তৈরির অনুমতি দেওয়ার কোনও প্রশ্নই আসে না। যখন আচরণ পরিবর্তনের জন্য সামরিক শক্তির কথা আসে তখন একটি বাহিনীর জন্য তা বেশ স্পষ্ট হয়।

সম্প্রতি ইরানবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রব ম্যালি টুইটারে লিখেছেন, ইরানের সামনে দুটি পথ রয়েছে: পারমাণবিক উত্তেজনা ও সংকট অব্যাহত রাখা অথবা পারমাণবিক চুক্তিতে ফিরে যাওয়া। বেছে নেওয়ার জন্য সময় খুব কম।

/এএ/
সম্পর্কিত
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ন্যাটোর অংশীদার হতে আগ্রহী আর্জেন্টিনা
কানাডার ইতিহাসে বৃহত্তম স্বর্ণ ডাকাতির ঘটনায় গ্রেফতার ৬
সর্বশেষ খবর
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
দুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টিদুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
লোকসভা নির্বাচন: প্রথম ধাপে পশ্চিমবঙ্গের ৩ আসনে ভোট আজ
লোকসভা নির্বাচন: প্রথম ধাপে পশ্চিমবঙ্গের ৩ আসনে ভোট আজ
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন