X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ব্যালট ছিনতাই: নীলফামারীর ৬ কেন্দ্রের ভোট স্থগিত

নীলফামারী প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২১, ১৯:৫৮আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৯:৫৮

নীলফামারীর কিশোরগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুটি ইউনিয়নের ছয়টি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। ব্যালট ছিনতাই, কেন্দ্র দখলের চেষ্টা ও প্রার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এই ছয় কেন্দ্রের ভোট স্থগিত করা হয়।

কেন্দ্র ছয়টি হলো- বড়ভিটা ইউনিয়নের বড়ভিটা এইউ সিনিয়র মাদ্রাসা, বড়ভিটা স্কুল অ্যান্ড কলেজ, মাগুরা ইউনিয়নের পারেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিংগেরগাড়ী উচ্চ বিদ্যালয়, খিলালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সিংগেরগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ১টার দিকে বড়ভিটা ইউনিয়নে ভোটকেন্দ্রের বাইরে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বেনজির আহমেদ ও লাঙল প্রতীকের প্রার্থী ফজলার রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। এ ঘটনায় বড়ভিটা এইউ সিনিয়র মাদ্রাসা ও বড়ভিটা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়।

অপরদিকে, মাগুড়া ইউনিয়নে সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার, ব্যালট ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় পারের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিংগেরগাড়ী উচ্চ বিদ্যালয়, খিলালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সিংগেরগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়। এ সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সেই সঙ্গে পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, ওই ছয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। এসব কেন্দ্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রিসাইডিং কর্মকর্তার অনুকূলে না থাকায় ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।’

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার নয় ইউনিয়নের মধ্যে রবিবার (২৮ নভেম্বর) আটটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই দুটি ইউনিয়ন বাদে বাকি ছয় ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

 

/এএম/
সম্পর্কিত
এনডিআই-আইআরআইয়ের চূড়ান্ত প্রতিবেদনদ্বাদশ জাতীয় নির্বাচনে গুণগত মান রক্ষা হয়নি
২২ ইউপিতে নির্বাচন ২৮ এপ্রিল
কুমিল্লায় ভোটকেন্দ্রে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি