X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ওমিক্রন: স্বাস্থ্যের নির্দেশনার অপেক্ষায় বেবিচক

চৌধুরী আকবর হোসেন
২৮ নভেম্বর ২০২১, ২১:০০আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ১৪:৫১

করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ দক্ষিণ আফ্রিকাসহ আফ্রিকা ও ইউরোপের কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। বাংলাদেশে করোনার এই নতুন ধরণের সংক্রমণ ঠেকাতে বিধিনিষিধ আরোপ করতে চায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।  আফ্রিকা থেকে আগত যাত্রীদের ওপর বিধিনিষেধ আরোপের জন্য দ্রুত স্বাস্থ্য অধিদফতর নির্দেশনা অপেক্ষায় বেবিচক।

জানা গেছে, বাংলাদেশে থেকে সরাসরি আফ্রিকার কোনও দেশে ফ্লাইট পরিচালিত হয় না। দুবাই, দোহা, তুরস্ক, সিঙ্গাপুর ট্রানজিট হয়ে যাতায়াত করেন যাত্রীরা। সরাসরি ফ্লাইট না থাকায় সেটি বন্ধেরও কোনও বিষয় নেই। তবে ট্রানজিট হয়ে আসা যাত্রীদের ক্ষেত্রে কঠোর নির্দেশনা জারি করতে চায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।  আফ্রিকার নাগরিকদের সাময়িকভাবে বাংলাদেশে আসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা এবং বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রে বাধ্যতামূলক ভাবে ৭ দিন কোয়ারেন্টিনের বিধান জারি করতে চায় বেবিচক। এ বিষয়ে খসড়াও প্রস্তুত করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা পেলে নোটিশ জারি করা হবে।

এ প্রসঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, স্বাস্থ্য সংক্রান্ত বিষয়গুলো জাতীয় পরামর্শ কমিটির পরামর্শ নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় নির্দেশনা দেয়। স্বাস্থ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শে যেসব সিদ্ধান্ত হয় সেগুলো আমাদের মন্ত্রণালয় (বিমান মন্ত্রণালয়) বাস্তবায়ন করে। আমরা ইতোমধ্যে আফ্রিকা থেকে আসা যাত্রীদের আলাদাভাবে স্ক্রিনিংয়ের আওতায় আনতে নির্দেশনা দিয়েছি।

এদিকে করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ যেসব দেশে শনাক্ত হয়েছে সেসব দেশ থেকে বাংলাদেশের যাত্রী আসা বন্ধ করার সুপারিশ করেছে কোভিড ১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। রবিবার (২৮ নভেম্বর) কমিটির ৪৮তম সভায় বিশদ আলোচনার পর এই পরামর্শ দেওয়া হয়। পরামর্শক কমিটি বলছে, এশিয়া, ইউরোপ ও আমেরিকার অনেক দেশ, দক্ষিণ আফ্রিকাসহ জিম্বাবুয়ে, নামিবিয়া, বোতসোয়ানা, সোয়াজিল্যান্ড থেকে যাত্রী আগমনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে (প্রত্যক্ষ ও পরোক্ষ ফ্লাইটসহ)। এ পরিপ্রেক্ষিতে বাংলাদেশেও এসব দেশ এবং যেসব দেশে সংক্রমণ ছড়িয়েছে সেসব দেশ থেকে যাত্রী আগমন বন্ধ করার সুপারিশ করা হচ্ছে। কোনও ব্যক্তির এসব দেশে ভ্রমণের বিগত ১৪ দিনের ইতিহাস থাকলে তাদের বাংলাদেশে ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। কোভিড পজিটিভ  হলে আইসোলেশন করতে হবে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন্স) গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী মো. জিয়াউল কবীর বলেন, স্বাস্থ্যগত বিষয়ে ফ্লাইটের বিধিনিষেধ আরোপ করার সিদ্ধান্ত নির্ভর করে স্বাস্থ্য অধিদফতরের পরামর্শের ওপর। আমরা খসড়া বিধিনিষেধ আরোপের  জন্য প্রস্তুত রেখেছি,  স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা এলেই বাস্তবায়ন করা হবে।

প্রসঙ্গত, করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে দুনিয়াজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। দক্ষিণ আফ্রিকায় গত বুধবার শনাক্ত হওয়া এই স্ট্রেইন নিয়ে বিশেষজ্ঞরা বলছেন, এটি অতি সংক্রামক। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও ধরনটিকে ‘ভ্যারিয়েন্ট অব কনসার্ন' বা উদ্বেগজনক হিসেবে শ্রেণিভুক্ত করেছে। প্রবীণ এবং যারা এখনও টিকা নেননি তারা এতে আক্রান্ত হলে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিতে পারে। এই ভ্যারিয়েন্টটি অস্বাভাবিকভাবে মিউটেশন করেছে। বিজ্ঞানীরা বলছেন, ওমিক্রন এখন পর্যন্ত ৫০ বার রূপ বদল করেছে।

/এমআর/
সম্পর্কিত
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
সর্বশেষ খবর
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’