X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জে নির্বাচনি সহিংসতায় বিজিবি সদস্য নিহত, আহত ৩০

নীলফামারী প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২১, ০৯:৫৫আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ১৬:৫০

নীলফামারীর কিশোরীগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতায় রুবেল হোসেন নামে একজন বর্ডার গার্ড, বাংলাদেশ (বিজিবি) সদস্য নিহত হয়েছেন। উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম দলিরাম মাঝাপাড়া ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ললিত চন্দ্র রায় এ তথ্য জানান।

রবিবার (২৮ নভেম্বর) ভোটগ্রহণ শেষে রাত ১০টার দিকে ওই ওয়ার্ডের পশ্চিম দলিরাম মাঝাপাড়া ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানান, কেন্দ্রটিতে ভোটগ্রহণ ও গণনা শেষে ফল ঘোষণা করা হয়। সে ফল প্রত্যাখান করেন লাঙ্গল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মারুফ হোসেন অন্তিকের সমর্থরা। নির্বাচন পরিচালনাকারীরা ব্যালটসহ নির্বাচনি সরঞ্জাম নিয়ে উপজেলা সদরে রির্টানিং কর্মকর্তার দফতরে আসার সময় লাঠি দিয়ে তাদের ওপর হামলা চালান মারুফের সমর্থকরা। আত্মরক্ষায় একজন বিজিবি সদস্য কেন্দ্রের একটি কক্ষে আশ্রয় নিলে বিক্ষুদ্ধরা তাকে পিটিয়ে হত্যা করে পালিয়ে যান।

এ সময় তারা পুলিশের গাড়ি ও ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা চালান। তাদের আক্রমণ থেকে রক্ষায় কয়েক রাউন্ড গুলি ছোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে রাত পৌনে ১২টার দিকে পুলিশ এসে নিহত বিজিবি সদস্যের লাশ উদ্ধার করে।

ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ললিত চন্দ্র রায় বলেন, ‘ফল ঘোষণার পর লাঙ্গল প্রতীকের প্রার্থী মারুফ হোসেন অন্তিক লোকজন নিয়ে এসে নির্বাচনি সরঞ্জাম নিতে বাধা দেয়। এ সময় আমাদের ওপর আক্রমণ চালালে আমিসহ একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট কয়েকজন পুলিশ, বিজিবি, আনসার সদস্য আহত হন। কর্তব্যরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আত্মরক্ষার্থে কয়েক রাউন্ড গুলি ছোড়েন।’

রাত ১১টার দিকে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুর রহমান বলেন, ‘হামলায় বিজিবির নায়েক রুবেল হোসেন নিহত হয়েছেন। এ সময় পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়। কর্তব্যরত একজন নির্বাহী ম্যাজিস্ট্রেসসহ নির্বাচনি কাজে নিয়োজিত ২৫-৩০ জন আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।’

এ ব্যাপারে নীলফামারী জেলা প্রশাসক, পুলিশ সুপার, কিশোরীগঞ্জ উপজেলার ইউএনও ৫৬ বিজিবির সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তারা কেউ কল রিসিভ না করায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী