X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

নির্বাচনের ব্যালটে ‘খালেদা জিয়ার মুক্তি চাই’ সিল

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২১, ১১:৫৮আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ১২:২৩

নারায়ণগঞ্জের সোনারগাঁ ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটি ব্যালট পেপারে ‘খালেদা জিয়ার মুক্তি চাই’ লেখা সিল মারা হয়েছে। ওই সিলের নিচের অংশে সোনারগাঁ থানা ছাত্রদলের নাম উল্লেখ রয়েছে। ব্যালটের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। রবিবার (২৮ নভেম্বর) উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী দারুস সুন্নাত হামিদিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে এ ব্যালটটি পাওয়া যায়।

জানা গেছে, উপজেলার আট ইউনিয়নে রবিবার সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়েছে। বিকালে উপজেলার সাদিপুর ইউনিয়নের ওই ব্যালটটি পাওয়া যায়। ব্যালটটি ছিল চেয়ারম্যান প্রার্থীদের। ব্যালটে লাঙল, নৌকা ও হাতপাখা প্রতীক রয়েছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খায়রুল আলম সজীবের দাবি, ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি অংশ নেয়নি। দীর্ঘদিন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় আটকে রাখা হয়েছে। এ কারণে দলীয় নেতাকর্মীরা ক্ষুব্ধ। তারই বহিঃপ্রকাশ করেছে হয়তো কেউ।

তিনি আরও বলেন, ‘ভোটের ব্যালটে এ ধরনের কাজ ঠিক হয়নি বলে আমি মনে করি। তবে যে মামলায় বিএনপির চেয়াপারসনকে আটকে রাখা হয়েছে তা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। একইসঙ্গে খালেদা জিয়ার মুক্তি দাবি করছি।’

ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা হোসেনপুর ডিগ্রি কলেজের শিক্ষক আজহার হোসেন বলেন, ওইভাবে কাউকে চেক করে কেন্দ্রে প্রবেশ করানো হয় না। তবে যে বা যারাই কাজটি করেছেন, বিষয়টি শোভনীয় হয়নি। তিনি আরও জানান, বিভিন্ন প্রার্থীর এজেন্টদের উপস্থিতিতে গণনার সময় ভোটটি বাতিল করা হয়।  

নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মতিউর রহমান জানান,  ভোটকেন্দ্রে ভোটাররা গোপন কক্ষে গিয়ে ভোট দেন। সেখানে গিয়ে ব্যলটে কে কি সীল দিয়েছে সেটা আমাদের জানার কথা নয়। বিষয়টি আমি প্রথমে আপনার থেকে শুনলাম। কেন্দ্র থেকে বস্তায় ভরে ব্যালট পেপার উপজেলায় পাঠানো হয়। তাই এ বিষয়ে কোনও মন্তব্য করতে পারছি না। 

 

/এফআর/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা