X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আলমডাঙ্গায় এগিয়ে বিদ্রোহী প্রার্থীরা

চুয়াডাঙ্গা সংবাদদাতা
২৯ নভেম্বর ২০২১, ১২:১৪আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ১২:১৪

চুয়াডাঙ্গার আলমডাঙ্গার ১৩ ইউনিয়নের মাত্র পাঁচটিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জয় পেয়েছেন। বাকি আটটিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছেন। রবিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত তৃতীয় ধাপের সুষ্ঠু নির্বাচনের ফলাফলে এ চিত্র উঠে এসেছে। বেসরকারি এ ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা এমএজি মোস্তফা ফেরদৌস।

এর মধ্যে কুমারী ইউনিয়নে নৌকা প্রতীকে সর্বোচ্চ ৪৬১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আবু সাঈদ পিন্টু, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকে সেলিম রেজা তপন ৪২৬৪ ভোট পেয়েছেন। ডাউকী ইউনিয়নে নৌকা প্রতীকে সর্বোচ্চ ৫৫৫৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন তরিকুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকে নাজমুল হুসাইন ৩৪২২ ভোট পেয়েছেন। জামজামি ইউনিয়নে নৌকা প্রতীকে সর্বোচ্চ ৬৮০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নজরুল ইসলাম, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকে জয়নাল আবেদীন চৌধুরী বাবলু ৫২০০ ভোট পেয়েছেন। খাদিমপুর ইউনিয়নে নৌকায় সর্বোচ্চ ৮০৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার লোটাস, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকে আব্দুল হালিম মন্ডল ৩৪৯১ ভোট পেয়েছেন।  গাংনী ইউনিয়নে নৌকা প্রতীকে সর্বোচ্চ ৫৪৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মুন্সী এমদাদুল হক, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকে ইফতেখার রাসুল ৩৫৯৯ ভোট পেয়েছেন। 

এছাড়া, ভাংবাড়িয়া ইউনিয়নে ঘোড়া প্রতীকে সর্বোচ্চ ৪৩৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী সোহানুর রহমান সোহান, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকে নাহিদ হাসনাত সোহাগ ৪১৭৪ ভোট পেয়েছেন। হারদী ইউনিয়নে আনারস প্রতীকে সর্বোচ্চ ৬৪৭৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আশিকুজ্জামান ওল্টু, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতিকে শাহজাহান আলী ৬৪০০ ভোট পেয়েছেন। বাড়াদি ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকে সর্বোচ্চ ৩৮৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তোবারক হোসেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীকে উজ্জ্বল হোসেন ৩৬৬৮ ভোট পেয়েছেন। চিতলা ইউনিয়নে চশমা প্রতীকে সর্বোচ্চ ৬১০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন হাসানুজ্জামান সরোয়ার, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকে রবিউল ইসলাম ৪২৫৪ ভোট পেয়েছেন। জেহালা ইউনিয়নে ঘোড়া প্রতীকে সর্বোচ্চ ৭০৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোকলেচুর রহমান শিলন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকে হাসানুজ্জামান হাসান ৬০২৩ ভোট পেয়েছেন।  কালিদাসপুর ইউনিয়নে চশমা প্রতীকে সর্বোচ্চ ৩৪৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আশাদুল হক মিকা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকে আসাদুল হক ২৯৯৪ ভোট পেয়েছেন।  বেলগাছি ইউনিয়নে আনারস প্রতীকে সর্বোচ্চ ৩৪৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মাহমুদুল হাসান চঞ্চল, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকে আমিরুল ইসলাম মন্টু ৩০৪৮ ভোট পেয়েছেন।  

খাসকররা ইউনিয়নে আনারস প্রতীকে সর্বোচ্চ ৭৯৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তাছফির আহমেদ মল্লিক লাল, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকে মোস্তাফিজুর রহমান রুন্নু ৬৭২১ ভোট পেয়েছেন।  

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম