X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

পঞ্চগড় ও আটোয়ারীতে দুই চেয়ারম্যানের হ্যাটট্রিক

পঞ্চগড় প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২১, ১২:৫৭আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ১২:৫৭

পঞ্চগড় ও আটোয়ারী উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে টানা তৃতীয় বার চেয়ারম্যান নির্বাচিত হয়ে হ্যাটট্রিক করেছেন নৌকার দুই প্রার্থী। এরা হলেন-পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের নির্বাচিত নৌকার প্রার্থী ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মো. নুরুজ্জামান নুরু এবং আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের নৌকার প্রার্থী ও আটোয়ারী উপজেলা যুবলীগের আহবায়ক মো. আবু জাহেদ।
  
রবিবার (২৮ নভেম্বর) রাতে পঞ্চগড় জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর ও আটোয়ারী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শহিদুল আলম প্রার্থী মো. নুরুজ্জামান ও আবু জাহেদকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।

পঞ্চগড়ের অমরখানা ইউনিয়নে এবার মো. নুরুজ্জামান নুরু নৌকা প্রতীকে বিএনপি ঘরানার স্বতন্ত্র প্রার্থী মো. মবিন উদ্দীন চৌধুরীকে ৯০২ ভোটের ব্যবধানে পরাজিত করে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন পাঁচ হাজার ৫৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মবিন উদ্দীন চৌধুরী আনারস প্রতীকে পেয়েছেন চার হাজার ৬৪৮ ভোট। নুরুজ্জামান ২০১১ সালে তালা প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী মো. মবিন উদ্দীন চৌধুরীকে একা হাজার ৭৫০ ভোটে পরাজিত করে প্রথমবার চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৬ সালে তিনি নৌকা প্রতীক নিয়ে বিএনপির মো. মবিন উদ্দীন চৌধুরীকে ১৩০০ ভোটে পরাজিত করেন।
 
অপরদিকে আটোয়ারীর রাধানগর ইউনিয়নে এবার আবু জাহেদ নৌকা প্রতীক নিয়ে বিদ্রোহী প্রার্থী রাধানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রশিদুল ইসলামকে ২০৩ ভোটের ব্যবধানে পরাজিত করেন। তিনি পেয়েছেন সাত হাজার ৩০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রশিদুল ইসলাম আনারস প্রতীকে পেয়েছেন সাত হাজার ১০৩ ভোট। আবু জাহেদ ২০১১ সালে দেওয়াল ঘড়ি প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী মো. জহিরুল ইসলামকে ১৩ ভোটে পরাজিত করে প্রথমবার চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৬ তিনি নৌকা প্রতীকে বিদ্রোহী প্রার্থী মো. রশিদুল ইসলামকে ২০০০ ভোটের ব্যবধানে পরাজিত করেন।

চেয়ারম্যান মো. নুরুজ্জামান বলেন, আমি ইউনিয়নে দলমত নির্বিশেষে সব মানুষের জন্য কাজ করেছি। এলাকার উন্নয়নে সবসময় চিন্তা করেছি বলেই মানুষ আমাকে নির্বাচিত করেছেন। তৃতীয় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত করায় তিনি এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান।
  
হ্যাটট্রিক করা আবু জাহেদ বলেন, কাজ করলে মানুষ রিপ্লাই দেয়। সঠিকভাবে সৎভাবে মানুষের জন্য কাজ করলে, মানুষের বিপদে আপদে কাছে থাকলে পাশে থাকলে মানুষ রিপ্লাই দেবে। ব্যাপক জনপ্রিয়তা থাকায় অধিকাংশ দলীয় নেতাকর্মী আমার বিরুদ্ধে অবস্থান নিয়েও সাধারণ মানুষের থেকে আমাকে দূরে সরাতে পারেনি।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
দক্ষিণ লেবাননে ‘আক্রমণাত্মক পদক্ষেপ’ নিচ্ছে ইসরায়েল
দক্ষিণ লেবাননে ‘আক্রমণাত্মক পদক্ষেপ’ নিচ্ছে ইসরায়েল
চট্টগ্রাম বন্দর দিয়ে ৯ মাসে ৪৩৫৫ কোটি ডলারের পণ্য রফতানি
চট্টগ্রাম বন্দর দিয়ে ৯ মাসে ৪৩৫৫ কোটি ডলারের পণ্য রফতানি
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা