X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি গাছ বিক্রির অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২১, ১৮:৪০আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ১৮:৪০

ঝালকাঠির রাজাপুরের বড়ইয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শাহাব উদ্দিন সুরু মিয়ার বিরুদ্ধে সরকারি গাছ বিক্রির অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে বন বিভাগ ঘটনাস্থলে গিয়ে কেটে ফেলা গাছ জব্দ করে।

সোমবার স্থানীয় আশ্রব আলী, আব্দুল মন্নান খান, সুলতান মিয়া জানান, গত বছর উপজেলার নিজামিয়া এলাকার মৃত আব্দুল ওয়াহেদের ছেলে জাহাঙ্গীর হোসেন বড়ইয়া ইউনিয়নের চেয়ারম্যান শাহাবউদ্দিনের কাছ থেকে চল্লিশকাহনিয়া বেড়িবাঁধ এলাকা থেকে গত বছর আকাশমণিসহ কিছু গাছ কেনেন। সে সময় জাহাঙ্গীর কিছু গাছ কেটে নেন। বাকি গাছগুলো জাহাঙ্গীর তার এক সহযোগীকে নিয়ে গত শুক্রবার কাটা শুরু করেন। খবর পেয়ে বন বিভাগ শনিবার বিকালে ওই গাছ জব্দ করে নিয়ে আসে।

জাহাঙ্গীর হোসেন বলেন, ‘গত বছর শাহাব উদ্দিন সুরু মিয়ার কাছ থেকে গাছ কিনি। আমি না বুঝে শুক্রবার গাছ কাটা শুরু করি। পরে লোকজনের কাছ থেকে সেগুলো সরকারি গাছ জানতে পেরে কাটা বন্ধ করে চলে যাই।’

অভিযুক্ত চেয়ারম্যান বলেন,  ‘ওই গাছ আমার জায়গার মাছের ঘেরের মধ্যে রোপণ করা। ছয়-সাত মাস আগে গাছগুলো বিক্রি করেছি।’

এ বিষয়ে সামাজিক বনায়নের সুবিধাভোগীদের সভাপতি মহারাজ হোসেন বলেন, ‘কেটে ফেলা আকাশমণি গাছ চল্লিশকাহনিয়া সরকারি বনায়নের। গাছ কাটার বিষয়টি আমি বন বিভাগকে জানিয়েছি।’

উপজেলা বন কর্মকর্তা আলমগীর হোসেন খান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই গাছ জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

/এমএএ/
সম্পর্কিত
সুন্দরবনের গাছ গণনা শুরু, লাগবে কতদিন?
সৌন্দর্যবর্ধনের বলি হচ্ছে গাছ, তাতেও অনিয়ম!
বন বিভাগের দেড় একর জমির গাছ কেটে পরিষ্কার, গ্রেফতার ১
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা