X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নির্বাচনি সহিংসতায় বিজিবি সদস্য নিহত, আটক ৮

নীলফামারী প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২১, ২০:২৯আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ২০:২৯

নীলফামারীর কিশোরগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সহিংসতায় এক বিজিবি সদস্য নিহতের ঘটনায় আট জনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৯ নভেম্বর) অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

নীলফামারী জেনারেল হাসপাতালে নিহত বিজিবি সদস্যের লাশের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানায়, এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ইতোমধ্যে কাজ শুরু করেছে তদন্ত কমিটি।

রবিবার ভোটগ্রহণ শেষে রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের পশ্চিম দলিরাম মাঝাপাড়া সরকারি প্রাথমিক ভোটকেন্দ্রে সহিংসতার ঘটনায় বিজিবির ল্যান্স নায়েক রুবেল হোসেন মন্ডল (৩৭) নিহত হন। নিহত রুবেল নীলফামারী ৫৬ বিজিবির সদস্য ও তার বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায়।

এ ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব মো. মিজানুর রহমানকে আহ্বায়ক করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই তদন্ত কমিটি সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঘটনাস্থল পরিদর্শন করেছে। কমিটির অন্য সদস্যরা হলেন রংপুর বিজিবির রিজিওনাল কমান্ডার লে. কর্নেল মো. মাহবুবুর রহমান খান, পুলিশের রংপুর রেঞ্জের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক মো. ওয়ালিদ হোসেন ও নীলফামারীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মির্জা মুরাদ হাসান বেগ। 

সোমবার বিকাল ৪টার দিকে পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বলেন, ‘নিহত বিজিবি সদস্যের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় আট জনকে আটক করা হয়েছে।

এ বিষয়ে তদন্ত কমিটির আহ্বায়ক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব মো. মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, ‘আমরা তদন্ত করছি, ঘটনা জানার চেষ্টা করছি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।’

পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে গাড়াগ্রাম ইউনিয়নের পশ্চিম দলিরাম মাঝাপাড়া কেন্দ্রে ভোটগ্রহণ ও গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। ওই কেন্দ্রে আওয়ামী লীগের বিদ্রোহী মো. জোনাব আলী বিজয়ী হন। এতে লাঙল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মারুফ হোসেনের সমর্থকরা ফলাফল প্রত্যাখ্যান করে ভোটকেন্দ্র ঘিরে রাখে। নির্বাচনি কাজে নিয়োজিতরা ব্যালটসহ নির্বাচনি সরঞ্জাম নিয়ে উপজেলা সদরে রিটার্নিং কর্মকর্তার দফতরে যাওয়ার পথে লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় তারা। আত্মরক্ষায় একজন বিজিবি সদস্য কেন্দ্রের একটি কক্ষে আশ্রয় নেন। বিক্ষুব্ধরা তাকে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায়। আক্রমণ থেকে রক্ষায় কয়েক রাউন্ড গুলি ছুড়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ঘটনার পর ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ললিত চন্দ্র রায় বলেন, ‘ফলাফল ঘোষণার পর লাঙল প্রতীকের প্রার্থী মারুফ হোসেন লোকজন নিয়ে এসে তাকে বিজয়ী ঘোষণার দাবি জানান। ওই দাবি উপেক্ষা করায় নির্বাচনি সরঞ্জাম নিতে বাধা দেয়। এ সময় আমাদের ওপর আক্রমণ চালাতে শুরু করলে আমিসহ একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, কয়েকজন পুলিশ, বিজিবি, আনসার সদস্য আহত হন।’

/এএম/
সম্পর্কিত
ভারতের একটি হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৬
আত্মীয়ের জানাজা শেষে ফেরার পথে প্রাণ গেলো মা-ছেলের
রাঙামাটিতে ডাম্প ট্রাক খাদে পড়ে ৬ শ্রমিক নিহত
সর্বশেষ খবর
উত্তরাসহ দেশের চার পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
উত্তরাসহ দেশের চার পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
কুড়িগ্রামে বৃষ্টির জন্য নামাজ, এপ্রিলে সম্ভাবনা নেই বললো আবহাওয়া বিভাগ
কুড়িগ্রামে বৃষ্টির জন্য নামাজ, এপ্রিলে সম্ভাবনা নেই বললো আবহাওয়া বিভাগ
‘উন্নয়ন প্রক্রিয়ায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে’
‘উন্নয়ন প্রক্রিয়ায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে’
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা