X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ভারতকে তাদের মাঠেই হারিয়ে দিলো বাংলাদেশের যুবারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০২১, ২০:৫৬আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ২১:৫৩

বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ভারত সফরে গিয়েছে। সফরে ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’ দল ও ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দলের সঙ্গে রবিবার থেকে শুরু হয়েছে ত্রিদেশীয় একটি টুর্নামেন্ট। আজ (সোমবার) নিজেদের প্রথম ম্যাচে ভারত ‘এ’ দলকে ২ উইকেটে হারিয়েছে বাংলাদেশের যুবারা।

কলকাতার ইডেন গার্ডেনসে আগে ব্যাটিং করে ভারত ‘এ’ দল ৪৮.১ ওভারে অলআউট হয় ২৪৫ রানে। জবাবে বাংলাদেশ যুব দল ১০ বল হাতে রেখেই ২ উইকেটে জয় নিশ্চিত করে।

২৪৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ওপেনার মাহফিজুল ইসলামের ৯১ ও মেহরাব হোসেনের অপরাজিত ৩৮ রানে জয় পায় বাংলাদেশ। মাহফিজুর মাত্র ৯ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন। ১২৩ বলে ১১ চার ও ১ ছক্কায় তার ইনিংসটি সাজিয়েছেন তিনি। এছাড়া ইফতিখার হোসেন ৩৪ ও নওরোজ নাবিল করেন ৩৫ রান। শেষ দিকে মেহরাবের ৩৩ বলে অপরাজিত ৩৮ রানের ইনিংসে জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

ভারতীয় বোলারদের মধ্যে হাঙ্গারসেকার ৪৭ রানে সর্বোচ্চ ৩ উইকেট নেন। এছাড়া অম্রিত রাজ নেন ২ উইকেট।

এর আগে টস জিতে ভারত ‘এ’ দলকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক রাকিবুল হাসান। গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা থাকা তানজিম হাসান সাকিব ও রাকিবুলের চমৎকার বোলিংয়ে ১১ বল আগেই ২৪৫ রানে অলআউট হয় স্বাগতিকরা। হারনূর সিং সেঞ্চুরি পেয়েছেন। ১৩৬ বলে ১১১ রান এসেছে তার ব্যাট থেকে।

বাংলাদেশের বোলারদের মধ্যে তানজিম হাসান সাকিব ৫০ রানে ৩ উইকেট নিয়েছেন। এছাড়া রাকিবুল, মিশুক হাসান ও আশিকুর জামান নিয়েছেন দুটি করে উইকেট।

/আরআই/কেআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মীনা বাজার এখন মিরপুর-১২ নম্বরে
মীনা বাজার এখন মিরপুর-১২ নম্বরে
কুবিতে উপাচার্য-ট্রেজারার-প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা, ৩ দফতরে তালা
কুবিতে উপাচার্য-ট্রেজারার-প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা, ৩ দফতরে তালা
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, শনিবারও ক্লাস চলবে
রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, শনিবারও ক্লাস চলবে
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা