X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

কাউন্সিলরসহ দুজনকে হত্যা: পুলিশের হাতে ফুটেজ, হিট স্কোয়াডে ছিল ৬

কুমিল্লা প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২১, ২২:২৪আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ২২:২৪

কুমিল্লায় প্রকাশ্য দিবালোকে কাউন্সিলর সৈয়দ মো. সোহেল ও তার সহযোগী হরিপদ সাহাকে গুলি করে হত্যার ঘটনায় ‘হিট স্কোয়াডে’ ছিল ছয় জন। কাউন্সিলরকে হত্যার আগে মামলার পাঁচ নম্বর আসামি সাজনের বাসায় বৈঠক হয়। এ হত্যা মামলার তদন্তে নেমে পুলিশ এসব তথ্য পেয়েছে।

এদিকে, রবিবার (২৮ নভেম্বর) রাতে এ মামলার দুই আসামি জিসান মিয়া ও আসামি রাব্বি ইসলাম অন্তুকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার অন্তু সোমবার (২৯ নভেম্বর) কুমিল্লার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তার স্বীকারোক্তির ফলে কিলিং মিশনে অংশগ্রহণকারীদের শনাক্ত সহজ হয়ে ওঠে।

এদিকে, ২৮ সেকেন্ডের একটি সিসি টিভি ফুটেজ পুলিশের হাতে এসেছে। এতে দেখা গেছে, এজহারনামীয় প্রধান আসামি শাহ আলম ও নাজিমের গুলি করতে করতে দৌড়াচ্ছেন।

বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার বলেন, ‘আমরা সিসিটিভি ফুটেজ দেখে শাহ আলম ও নাজিমকে চিহ্নিত করেছি।’

তিনি বলেন, ‘তথ্য অনুসন্ধানে আমরা নিশ্চিত হয়েছি হিট স্কোয়াডে ছিল ৬ জন। তারা হলো এজাহারনামীয় এক নম্বর আসামি শাহ আলম, দুই নম্বর আসামি জেল সোহেল, তিন নম্বর আসামি মো. সাব্বির হোসেন, পাঁচ নম্বর আসামি সাজন। এ ছাড়াও স্থানীয় নাজিম নামে এক যুবক ও ফেনী থেকে আগত অজ্ঞাত একজন রয়েছেন।’

পুলিশ কর্মকর্তা সোহান সরকার আরও বলেন, ‘অনুসন্ধানে আমরা আরও জানতে পেরেছি, এজহারনামীয় আসামি সাজনের বাসায় বৈঠক শেষে কিলিং মিশনে আসে অন্য আসামিরা। কিলিং মিশনে থাকা অপরাধীদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে।’

গত ২২ নভেম্বর বিকালে নগরীর সুজানগর সংলগ্ন পাথুরিয়াপাড়া এলাকায় মেসার্স থ্রি স্টার এন্টারপ্রাইজে প্রকাশ্য দিবালোকে গুলি করে ১৭নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মো. সোহেল এবং তার সহযোগী হরিপদ সাহাকে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় নিহত কাউন্সিলর সোহেলের ভাই সৈয়দ রুমন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০ জনকে আসামি করে মামলা করেন।

/এফআর/
সম্পর্কিত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
ইভ্যালির রাসেল-শামীমার বিচার শুরু
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
সর্বশেষ খবর
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’