X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

চলন্ত বাস থেকে ফেলে স্কুলশিক্ষককে চাপা, আটক ৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩০ নভেম্বর ২০২১, ১১:২৭আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১২:২৩

বাড়তি ভাড়ার প্রতিবাদ করায় স্কুলশিক্ষককে চলন্ত বাস থেকে ফেলে দিয়ে চাপা দেওয়ার ঘটনায় মূল আসামিসহ তিন জনকে আটক করেছে র‍্যাব। মঙ্গলবার (৩০ নভেম্বর) র‍্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট নিয়াজ মোহাম্মদ চপল জানান, সোমবার দুপুরের পর থেকে ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ বিষয়ে দুপুরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

আটক তিন জন হলেন– ঘটনার মূল হোতা বাসের কনডাক্টর মোহাম্মদ হোসেন, বাসচালকের সহকারী মাহিন এবং বাসচালক লিটন।

এ ঘটনায় আহত স্কুলশিক্ষকের নাম রহমত উল্লাহ। তিনি নগরীর পাঁচলাইশ এলাকার হাবিবউল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। বর্তমানে তিনি নগরীর সদরঘাট এলাকার পিটিআইয়ে (প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট) প্রশিক্ষণার্থী ছিলেন।

গত শনিবার (২৭ নভেম্বর)  সকালে অক্সিজেন এলাকা থেকে বাসে করে পিটিআই যাওয়ার জন্য বাসে ওঠেন রহমত উল্লাহ। ওই বাসে অতিরিক্ত ভাড়া আদায় করায় তিনি প্রতিবাদ করেন। এ নিয়ে চালক ও হেলপারের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এর জের ধরে তাকে স্টেশন রোডের বটতলি এলাকায় না নামিয়ে পুরাতন রেলস্টেশন এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে যাওয়ার পর হেলপার ধাক্কা দিয়ে চলন্ত বাস থেকে ওই শিক্ষককে ফেলে দেন। পরে তার পায়ের ওপর দিয়ে বাস চালিয়ে দেওয়া হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করান। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

/এমএএ/
সম্পর্কিত
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় ধান শুকানোর জমি নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
ঝালকাঠিতে ট্রাকচাপায় ১৪ জন নিহতের ঘটনায় চালক ও সহকারী আটক
সর্বশেষ খবর
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
‘আমি কোনও ছেলেকে বিশ্বাস করতে পারি না’
‘আমি কোনও ছেলেকে বিশ্বাস করতে পারি না’
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া